OnePlus Phones: ওয়ানপ্লাস ১৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন ২৭ অক্টোবর চিনে লঞ্চ হবে। তারপর আসবে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। ওয়ানপ্লাস সংস্থা একটি মাইক্রোসাইট প্রকাশ করেছে ভারতে তাদের নতুন ফোন ওয়ানপ্লাস ১৫ লঞ্চের জন্য। চিনে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হবে, সেই মতোই ফিচার থাকতে পারে ভারতে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস ১৫ ফোনে। আনুষ্ঠানিক ভাবে ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চ হওয়ার আগেই তার সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে আগেই জানা গিয়েছিল। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেনারেশন ৫ প্রসেসর থাকবে এই ফোনে। কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তারও আভাস পাওয়া গিয়েছে। একটি থার্ড জেনারেশন 1.5K BOE Flexible Oriental OLED ডিসপ্লে থাকতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোনে। 

Continues below advertisement


ভারতে ওয়ানপ্লাস ১৫ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই, তা আন্দাজ করা হচ্ছে। যে মাইক্রোসাইট তৈরি হয়েছে, সেখানে বলা হয়েছে ২৯ অক্টোবর বিশেষ কিছু আসছে। ২৭ অক্টোবর চিনে লঞ্চ হবে রেডমি ১৫ ফোন। অনুমান, হয়তো তার ২ দিন পরে ২৯ অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে রেডমি ১৫ ফোন। তবে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে ওয়ানপ্লাস ১৫ ফোনের জন্যে যে মাইক্রোসাইট তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে, ভারতে ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চ হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে। এছাড়াও এই ভ্যারিয়েন্টের থাকবে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৬ বেসড OxygenOS 16- এর সাহায্যে। এই ফিচারগুলি কিন্তু দেখা যাবে ওয়ানপ্লাস ১৫ ফোনের চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টে। 


ভারতে আসছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ 


ভারতে আসছে রেডমির নতুন স্মার্টফোন সিরিজ। এবার রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চের কথা শোনা গিয়েছে। লঞ্চ হতে পারে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। চিনের সংস্থা রেডমি এবার এই দুই ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চাইছে। শাওমির সাব-ব্র্যান্ড রেডমির ফোনের ভাল বাজার রয়েছে ভারতে। আর তাই দেশের ক্রেতাদের জন্য আবারও নতুন ২টি ফোন লঞ্চ করতে চলেছে রেডমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১৪ সিরিজের সাকসেসর হল রেডমি নোট ১৫ সিরিজ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই রেডমি নোট ১৪ সিরিজ।