OnePlus Earbuds: ওয়ানপ্লাস বাডস প্রো ৩ (OnePlus Buds Pro 3)- এই নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারফোন। এখানে রয়েছে ইন-ইয়ার ডিজাইন (In-Ear Design)। তার সঙ্গে রয়েছে সিলিকন টিপ (Silicon Tips) এবং নুড়ি-পাথর আকৃতির (Peeble Shaped), লেদার প্যাটার্নের (Leather Pattern) প্লাস্টিকের চার্জিং কেস (Plastic Charging Case)। ডুয়াল ড্রাইভার (Dual Driver) সেটআপ রয়েছে এই ইয়ারবাডসে। একটি ১১ মিলিমিটারের woofer এবং একটি ৬ মিলিমিটারের tweeter। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC Support) ফিচারের সাপোর্ট পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ইয়ারবাডসে। এছাড়াও থাকছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি (Dual Device Connectivity)। ব্লুটুথ ৫.৪ (Bluetooth 5.4) সাপোর্ট পাবেন ইউজাররা।


একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত ৪৩ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে এই ইয়ারবাডসে। আর চার্জিং কেস ছাড়া ১০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট (Palyback Support) পাওয়া যাবে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডসে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৫.৫ ঘণ্টা চালু থাকবে ইয়ারবাডস। চার্জিং কেসে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে এই ইয়ারবাডসে। গুগল ফাস্ট পেয়ারিং (Google Fast Pairing) ফিচারের সাপোর্টও রয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডসে। এর সাহায্যে আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সহজে সংযুক্ত করা যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ইয়ারবাডস। এছাড়াও এই ইয়ারবাডস ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট (Dust And Splash Resistant) ডিভাইস, অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ইয়ারবাডস। ভারতে এই ইয়ারবাডস কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ মডেলে। গেম খেলার জন্যেও এই ইয়ারবাডস ব্যবহার করলে ইউজাররা দারুণ অভিজ্ঞতা পাবেন। 


ভারতে ইনফিনিক্স সংস্থার দু'টি নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে সম্প্রতি 


ইনফিনিক্স এক্সই২৭ লঞ্চ হয়েছে ভারতে। এটি ইনফিনিক্স সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। আরও একটি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে ইনফিনিক্স। ইনফিনিক্স বাডস নিও - এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। দুটো ইয়ারবাডসই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ভারতে ইনফিনিক্স এক্সই২৭ ইয়ারবাডসের দাম ১৬৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স বাডস নিও ইয়ারবাডসের দাম ভারতে ১৩৯৯ টাকা। আগামী ২৬ অগস্ট থেকে এই দুই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ভারতে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 


আরও পড়ুন- বাজেট ১০ হাজারের কম, সস্তায় কিনতে পারবেন এই ফোন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।