কলকাতা: হিন্দু ধর্মে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। জন্মাষ্টমীর মধ্যরাতে দেশজুড়ে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। লাড্ডু গোপালকে বিশেষ সাজ পরানো হয়। মাখন, চিনি-সহ ৫৬রকম ভোগ দিয়ে তাঁকে নৈবেদ্য। গোপালকে দোলনায় দোলানো হয়। প্রচলিত বিশ্বাস রয়েছে, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও ধন-সম্পদ আসে। এই বছর, জন্মাষ্টমী উৎসব পালিত হবে সোমবার, ২৬ অগাস্টে। জন্মাষ্টমীর দিন কিছু ব্যবস্থা নিলে লক্ষ্মী দেবী খুশি হবেন। তেমনটা হলে সারা বছর ধন-সম্পদের অভাব হবে না। বরং ঘরে সর্বদা সুখ থাকবে, বাড়তে থাকবে সম্পদও। পরিবারে শান্তি আসবে, সুখ বজায় থাকবে।
এই জন্মাষ্টমীর আগেই ভরে ৩টি জিনিস এনে রাখতে পারেন। তাহলে মিলবে আশীর্বাদ। এই শুভ জিনিসগুলি বাড়িতে আনলে বাস্তু দোষ দূর হবে, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান। সেই সঙ্গে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
ঘরে আনবেন কী কী?
লাড্ডু গোপালের মূর্তি: লাড্ডু গোপালের মূর্তি বাড়িতে রাখা এবং প্রতিদিন তার পূজা ও সেবা করা খুবই শুভ। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপালের মূর্তি না থাকে এবং তার মূর্তি বাড়িতে রেখে তার সেবা করতে চান, তাহলে জন্মাষ্টমীর দিনটি এর জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়। জন্মাষ্টমীর পুজোর আগে লাড্ডু গোপালের মূর্তি আনুন এবং তারপর মধ্যরাতে শুভ সময়ে সমস্ত আচার-অনুষ্ঠান সহকারে তাঁর পূজা করুন, অন্ন নিবেদন করুন এবং দোলা দিন।
বাঁশি: ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি খুব প্রিয়। তিনি সবসময় একটি বাঁশি বহন করেন। তাই বাঁশির শুধু ধর্মীয় গুরুত্বই নয়, এর পাশাপাশি বাস্তুশাস্ত্রেও বাঁশিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। বাঁশি অনেক বাস্তু দোষ দূর করে। আপনিও যদি বাস্তু দোষ থেকে মুক্তি পেতে চান, তাহলে জন্মাষ্টমী পুজোর আগে ঘরে একটি বাঁশি এনে মন্দিরে রাখুন বা দেওয়ালে ঝুলিয়ে দিন। এর ফলে ঘরে শান্তি ও সুখ বজায় থাকে।
ময়ূর পালক: ময়ূর মুকুট ছাড়া ভগবান কৃষ্ণকে কল্পনা করা যায় না। ভগবান কৃষ্ণ সর্বদা তার মাথায় একটি ময়ূর পালক পরেন, যা রাধাজির প্রতি ভালবাসার প্রতীক। ঘরে ময়ূরের পালক রাখা খুবই শুভ। জন্মাষ্টমীতে একটি ময়ূর পালক এনে রাতে পুজো করুন এবং উপযুক্ত স্থানে স্থাপন করুন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং ঘরে সম্পদ বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অস্ত্র সাপের বিষ ভরা ইঞ্জেকশন? বিমার টাকা হাতাতে ভয়াবহ পদ্ধতিতে স্ত্রীকে 'খুন' স্বামীর