নয়াদিল্লি: সব জল্পনার অবসান হতে চলেছে। সন্ধ্যে সাড়ে ৭টায় আত্মপ্রকাশ করবে ভারতীয় বাজারের বহু চর্চিত ফোন OnePlus Nord 2। সম্ভাব্য কত দাম হতে পারে ফোনের ?



প্রতীক্ষার দিন শেষ। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে OnePlus Nord 2 । সঙ্গে OnePlus Buds Pro লঞ্চ করবে কোম্পানি। গত সপ্তাহ ধরেই ফোনের একাধিক স্পেকস টিজ হয়েছে অনলাইনে। মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে ফোনে। সঙ্গে দেওয়া হতে পারে ৪৫০০এমএএইচের ব্যাটারি।


কীভাবে লাইভ দেখা যাবে ফোনের লঞ্চ ?


আজ সন্ধে সাড়ে ৭টায় OnePlus Nord 2-এর পাশাপাশি OnePlus Buds Pro লঞ্চ করবে কোম্পানি। তবে কোভিডকালে সংক্রমণের ঝুঁকি নিতে রাজি নয় ওয়ানপ্লাস। তাই ভার্চুয়ালি হবে এই ইভেন্ট। ইউটিউবে ওয়ানপ্লাসের লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন লাইভ স্ট্রিম।


OnePlus Nord 2, OnePlus Buds Pro-এর সম্ভাব্য দাম


ফোনের ৮জিবি ১২৮ জিবি মডেলের দাম হতে পারে ৩১,৯৯৯ টাকা। পাশাপাশি ১২জিবি ২৫৬ জিবির সম্ভাব্য দাম ৩৪,৯৯৯টাকা। টেক সাইটগুলির দাবি অনুযায়ী, রেড, ব্লু হেড, গ্রে সিয়েরা ছাড়াও গ্রিন উড রঙে আসতে চলেছে ফোন।


OnePlus Buds Pro আগের মডেলের আপডেট মাত্র। ভ্যানিলা ওয়ান প্লাস বাডসের থেকে বেশি দাম হতে পাবে এই বাডসগুলির। সেক্ষেত্রে কোম্পানি ৪,৯৯৯ টাকা দাম হতে পারে নতুন বাডসের। ম্যাট ব্ল্যাক রঙে আসতে চলেছে ওয়ানপ্লাসের নতুন বাডস।


OnePlus Nord 2-এর সম্ভাব্য স্পেকস


৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে ফোনে। ৯০ হার্টজের রিফ্রেস রেটের পাশাপাশি ৪১০ পিক্সেল পার ইঞ্চ(পিপিআই) ঘনত্ব দেওয়া হয়েছে ডিসপ্লেতে।মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে ফোনে। সঙ্গে দেওয়া হতে পারে ৪৫০০এমএএইচের ব্যাটারি।


ফোনে ৫০ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।টিজার থেকেই এ খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ছাড়াও ফোনে থাকতে পারে ২ মেগাপিক্সেলের আরও একটা ক্যামেরা। তবে সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।