নয়াদিল্লি : ভারতের বাজারে আত্মপ্রকাশের কথা আগামী ২২ জুলাই। তার আগেই OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম ঘিরে শোরগোল শুরু হয়ে গেল বাজারে। টেক সাইটগুলির লিকড প্রাইস বলছে, ৩১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে ওয়ানপ্লাস নর্ডের নতুন মডেলের দাম।
OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম
সম্প্রতি ওয়ানপ্লাস নর্ডের নতুন মডেলের দাম সামনে এনেছে ৯১ মোবাইলস। টিপস্টার যোগেশের কথা উল্লেখ করে এই সম্ভাব্য দাম প্রকাশ্যে এনেছে টেক সাইটটি। যেখানে বলা হয়েছে, নতুন নর্ডে দুটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওয়ানপ্লাস। যার মধ্যে একটি ৮ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট হবে। যার বাজার মূল্য হতে পারে ৩১,৯৯৯টাকা। অন্য ভ্যারিয়েন্টটি হতে পারে ১২ জিবি ২৫৬ জিবির। এই ক্ষেত্রে তার আনুমানিক দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা।
নর্ডের পুরোনো দামের দিকে তাকালে দেখা যাবে,গত বছর ২৪,৯৯৯ টাকায় বাজারে এসেছিল নর্ড। তবে এটা ছিল কোম্পানির বেস ভ্যারিয়েন্ট। ৬ জিবি ৬৪ জিবি স্টোরেজ ছিল এই ফোনে। তবে ৮জিবি ও ১২৮ জিবির পাশাপাশি ১২ জিবি ২৫৬ জিবির স্টোরেজ ভ্যারিয়েন্টও এনেছিল ওয়ানপ্লাস নর্ড। সেক্ষেত্রে যথাক্রমে তাদের দাম রাখা হয়েছিল ২৭,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯টাকা।
OnePlus Nord 2-এর স্পেসিফিকেশন
নতুন ফোনে স্ন্যাপড্রাগন চিপসেটের পরিবর্তে মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছে ওয়ানপ্লাস। নতুন ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ১২০০। ডিজাইন ল্যাঙ্গোয়েজের ক্ষেত্রে নতুন কিছু ভাবেননি এই সংস্থার কর্তারা। বিভিন্ন সাইটের গোপন ছবি বলছে, ওয়ানপ্লাস ৯-এর ডিজাইন মেনেই আনা হচ্ছে নয়া ফোন। ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ওয়ানপ্লাস। ফাস্ট চার্জিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি।
কেমন হতে পারে ক্যামেরা সেন্সর ?
টেক ব্লগাররা বলছেন, নতুন নর্ডে তিনটি সেন্সর রাখছে ওয়ানপ্লাস। ফোনের পিছনে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যেই থাকছে ফ্ল্যাশের সুবিধা। তবে হ্যাসলব্লেড-এর সেন্সর না থাকার সম্ভাবনাই বেশি OnePlus Nord 2-তে।ফোনে ৫০ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দেবে ওয়ানপ্লাস। যা সোনির আইএমএক্স-৭৬৬ সেন্সরও হতে পারে। এছাড়াও ফোনে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতে পারে। ফোনে দেওয়া হতে পারে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার।
OnePlus Nord 2 ডিসপ্লে
OnePlus Nord 2-তে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। যার রিফ্রেস রেট থাকবে ৯০ হার্টজ। সঙ্গে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারও পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে নর্ডের নতুন মডেলে। সম্প্রতি ২২,৯৯৯ টাকায় OnePlus Nord ce-র বেস ভেরিয়্যান্ট লঞ্চ করেছিল কোম্পানি। যেখানে ওয়ানপ্লাস নর্ডের দাম গত বছর শুরু হয়েছিল ২৪,৯৯৯ টাকা থেকে।