OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus NOrd 2 ) ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ২০২১ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চ হয়েছিল। তার দু'বছর পরে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে এখনও ভারতে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি ওয়ানপ্লাস সংস্থার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন যে আর কিছুদিনের মধ্যেই ভারতে আসছে, সেটা মোটামুটি নিশ্চিত। টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে জানিয়েছেন যে ওয়ানপ্লাসের ভারতীয় ওয়েবসাইটে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে।
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স যুক্ত ৮ মেগাপিক্সেলের সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের সম্ভাব্য
ওয়ানপ্লাসের আসন্ন এই ৫জি ফোনের দাম ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে।
Realme Smartphone: রিয়েলমি ১১ সিরিজ (Realme 11 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) এবং রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৬ মে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। তবে রিয়েলমি সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে এই দুই ফোন লঞ্চের কোনও দিনক্ষণ জানানো হয়নি। অন্যদিকে চিনে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও রিয়েলমির এই ফোনে ভিভো এক্স৯০ প্রো এবং শাওমি ১৩ আলট্রা ফোনের মতো আকর্ষণীয় ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন- চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?