ঢাকা: হাওয়ার গতিবেগ যত বাড়ছে, বিপদের ভয় ততই বাড়ছে আবহবিদদের। তবে কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ (Coral Island), সেন্ট মার্টিন'স-ও জলের তলায় চলে যাবে? বাংলাদেশ আবহাওয়া দফতর (Bangladesh Met Department) বা BMD-র যা পূর্বাভাস, তাতে 'মোকা'-র (Cyclone Mocha) তাণ্ডবে সাময়িক ভাবে হলেও জলের তলায় চলে যেতে পারে সেন্ট মার্টিন'স (Saint Martin's)। তাঁদের ব্যাখ্যা, যেহেতু ওই দ্বীপে কোনও ধরনের কোনও নির্মাণ নেই, তাই সাইক্লোন একেবারে বাধাহীন ভাবে আছড়ে পড়বে সেখানে। আর তাতেই গণ্ডগোল। কারণ সেটি যখন দ্বীপের উপর দিয়ে যাবে, তখন এদিকের জল ওদিক উপচে যেতে পারে। এই অবস্থা বেশ কিছুক্ষণ ধরে চললেও অবাক হওয়ার নয়, আশঙ্কা বাংলাদেশের আবহবিদদের। 


আশার কথা কোথায়?
তবে বাংলাদেশের আবহাওয়া দফতরের ডিরেক্টর মহম্মদ আজিজুর রহমান সঙ্গে আরও একটি বিষয় জানিয়েছেন। তাঁর কথায়, 'প্রবাল দ্বীপটির উপর জল জমে থাকবে না। ঝড়ের গতিবেগের উপর সমস্তটাই নির্ভর করছে।' প্রাথমিক ভাবে পূর্বাভাস, 'মোকা'-র মূল ঝাপ্টা প্রধানত মায়ানমারের উপর দিয়েই যাবে। অবশিষ্টাংশ কক্সবাজার উপকূলে দাপিয়ে বেড়াবে। বাংলাদেশের উপকূলে আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার দিনভর স্যাঁতস্যাঁতে থাকবে ওই এলাকায়।    

প্রস্তুত পশ্চিমবঙ্গ...
এদিকে এখনও পর্যন্ত এই রাজ্যে 'মোকা'-র প্রভাব দেখা না গেলেও সতর্ক থাকছে রাজ্য প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে দিঘা ও মন্দারমণিতে এনডিআরএফের দুটি দলকে মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা না হলেও, সৈকতে চলছে কড়া নজরদারি। 'মোকা'-র প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ১০০ কিলোমিটার। এর মধ্যেই মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে ঘূর্ণিঝড় মোকা-র ল্যান্ড ফল শুরু হয়েছে। আগামী ৩-৪ ঘণ্টা ধরে চলবে ল্যান্ড ফল প্রক্রিয়া। ল্যান্ড ফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। এর আগে আজ ভোররাতে সুপার সাইক্লোনে পরিণত হয় মোকা। সেইসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি, টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোকা-র প্রভাব পড়েছে। সমুদ্র উত্তাল। প্রবল বৃষ্টির পাশাপাশি, তুমুল ঝড়ে লন্ডভন্ড উপকূলবর্তী এলাকা। বাংলাদেশ ও মায়ানমার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।   


আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?