OnePlus Nord 4: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা অবশেষে জানিয়েছে আগামী ১৬ জুলাই ভারতে একসঙ্গে চারটি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে তারা। ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের (OnePlus Nord 4) সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস প্যাড ২ (OnePlus Pad 2), ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো (OnePlus Nord Buds 3 Pro) এবং ওয়ানপ্লাস ওয়াচ ২আর (OnePlus Watch 2R)। ইতালির মিলানে হবে ওয়ানপ্লাসের এই লঞ্চ ইভেন্ট। সেখান থেকেই গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতের বাজারেও ওয়ানপ্লাসের এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে। আগামী ১৬ জুলাই ভারতীয় সময় ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।
ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন
এই ফোনে থাকতে পারে একটি স্লিক মেটাল গ্লাস ইউনিবডি ডিজাইন। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের পিছনের অংশে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে রয়েছে এই ক্যামেরা মডিউল। এই ফোনে উঁচু ক্যামেরা মডিউল থাকবে না। তার ফলে ফ্ল্যাট সারফেসে ফোন রাখলে তা পড়ে যাওয়ার কিংবা গড়ানোর সম্ভাবনা থাকবে না।
ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন। দুটো টোনের মিন্ট গ্রিন ফিনিশ, দুটো টোনের সিলভার ফিনিশ এবং বেসিক ব্ল্যাক- এই তিন ধরনের রঙের শেডে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৪ হতে পারে। সিলভার শেডের ভ্যারিয়েন্টে ফোনের ব্যাক প্যানেলে টেক্সচার যুক্ত লেয়ার থাকতে পারে। সবুজ এবং কালো রঙের মডেলের ক্ষেত্রে ফোনের রেয়ার সারফেস একদম ফ্ল্যাট হবে। ক্যামেরা লেআউটে থাকতে চলেছে নতুন ডিজাইন। দুটো ক্যামেরা সেনসর লম্বালম্বি সাজানো থাকবে এবং তার সঙ্গে একটি এলইটি ফ্ল্যাশ মডিউল থাকবে। ক্যামেরা সেনসর ও ফ্ল্যাশ একই মডিউলে থাকবে তবে সকলের মধ্যে দূরত্ব বজায় থাকবে।
- ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর।
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এই দুই রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
- ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটার এবং ১০০ ওয়াটের ফাস্ট ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকে।
আরও পড়ুন- প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতে চান? জিও আপনার জন্য নতুন কী কী রিচার্জ প্ল্যান এনেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।