OnePlus Nord CE 2 Features Leaked: বহুদিন ধরেই ওয়ান প্লাসের এই মিডরেঞ্জ ফোনের জন্য অপেক্ষা করছে টেকপ্রেমীরা। এমনিতেই ভারতীয় স্মার্টফোনের বাজারে OnePlus-এর একটি আলাদা চাহিদা রয়েছে। সূত্রের খবর, OnePlus Nord CE 2 শীঘ্রই বাজারে আসতে চলেছে। টেক সাইটগুলির খবর সত্যি হলে আগামী 17 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ফোন। ইতিমধ্যেই ফোনের বেশকিছু গোপন ছবি বাইরে চলে এসেছে। জেনে নিন, এই ফোনের সম্ভাব্য স্পেকস, ফিচার ও দাম।


OnePlus Nord CE 2 Launch: ফোনের ডিসপ্লের জন্য বিশেষ সুরক্ষা


রিপোর্ট বলছে, এই ফোনের স্ক্রিন হবে 6.43 ইঞ্চি, যা ফুল HD + AMOLED সাপোর্ট করবে। এর রিফ্রেশ রেট হবে 90Hz । কোম্পানি এই স্মার্টফোনে Corning Gorilla Glass 5 এর সুরক্ষা দিতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, ফোনে Octa Core MediaTek Dimensity 900 5G 
প্রসেসরে চলতে পারে। এই ফোন Mali G68 GPU-এর সাথে আসবে বলে আশা করা হচ্ছে।


OnePlus Nord CE 2 Camera: ক্যামেরা কেমন হবে ফোনের ? 
টেক সাইটগুলির রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এর অধীনে একটি 64 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও আরেকটি 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। সামনের ক্যামেরা 16 মেগাপিক্সেলের হতে পারে। ফোনের ব্যাটারি দেখে, এটি 4500mAh-এর অনুমান করা হচ্ছে। যা 65W সুপার VOOC ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।


OnePlus Nord CE 2 Price: ২৪ হাজারের মধ্যে হতে পারে দাম


এই ফোন দুটি কালার অপশনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একটি রঙ হবে গ্রে মিরর ও অন্যটি বাহামাস ব্লু। OnePlus Nord CE 2-তে 8 GB RAM ও 128 GB স্টোরেজ থাকতে পারে। এই ফোন আপনি SD কার্ড থেকে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন। এর 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ মডেলটি 23999 টাকায় ও 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ মডেলটি 24999 টাকায় বাজারে আসতে পারে।