Oneplus 10R launch: প্রিমিয়াম স্মার্টফোনের সঙ্গে আসতে চলেছে কোম্পানির সবচেয়ে সস্তার ফোন। One Plus আনছে এই নতুন মডেল। চলতি মাসেই কোম্পানি Oneplus 10R, Oneplus Nord CE 2 Lite 5G লঞ্চ করতে পারে। এই দুটি স্মার্টফোনই 28 এপ্রিল লঞ্চ হবে বলে খবর। ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়াতে জানানো হয়েছে সেই তথ্য।


OnePlus Nord CE 2 Lite-এ একই ক্যামেরা সেটআপ পাওয়া যাবে যা OnePlus Nord CE 2-এ দেওয়া হয়েছে। এছাড়াও, এই ডিভাইস হবে 5G সাপোর্টেড স্মার্টফোন। মোবাইলে পাওয়ারের জন্য 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। পাশপাশি এই ফোনের ব্যাটারি 33 ওয়াট সুভার ভুক ফাস্ট চার্জার সাপোর্ট করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।


Oneplus 10R launch: কী থাকছে এই ফোনে ?
কোম্পানির এই প্রিমিয়াম স্মার্টফোন Oneplus 10R 5G-তে থাকবে সবচেয়ে শক্তিশালী চার্জার। একটি 150 ওয়াট চার্জার পেতে যাচ্ছে এই ফোন। MediaTek Dimension 8100-Max প্রসেসর এতে পাওয়া যাবে এই ফোনে। শোনা যাচ্ছে, একই লঞ্চ ইভেন্টে দুটি নতুন স্মার্টফোন ছাড়াও কোম্পানি নতুন ইয়ারবাডও লঞ্চ করতে পারে।


Oneplus 10R launch: কী স্পেকস থাকছে ফোনে ?
ভারতে কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হল Oneplus 10 pro 5G। যার হাই এন্ড ভ্যারিয়েন্টের দাম 71999 টাকা। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন প্রসেসর রয়েছে। পাশাপাশি এতে পাবেন 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি। এর সঙ্গে একটি 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।


OnePlus Nord CE 5G: এই ফোনে কী স্পেকস ?
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, OnePlus Nord CE 5G-এর 6 GB RAM ভ্যারিয়েন্ট হল কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন। এর দাম 22999 টাকা। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 প্রসেসর রয়েছে। এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে কোম্পানি 30 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিচ্ছে।


আরও পড়ুন : Upcoming Smartphones: এই ৬ স্মার্টফোন লঞ্চ হতে পারে এপ্রিলে, দাম শুরু ১০,০০০ টাকা থেকে