OnePlus Nord CE 2 Lite 5G: ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি মিডরেঞ্জে ফোন আনল OnePlus। বাজারে এল OnePlus Nord CE 2 Lite 5G। কোম্পানি ফেব্রুয়ারিতে OnePlus Nord CE 2 লঞ্চ করেছিল। এবার এর কম দামি সংস্করণ লঞ্চ করল কোম্পানি। 20 এপ্রিল থেকে Amazon-এ পাওয়া যাচ্ছে এই ফোন।। জেনে নিন, এই ফোনের বিশেষত্ব ও দাম।


OnePlus Nord CE 2 Lite 5G ফোনের ক্যামেরা বেশ ভালো। ফোনে পাবেন 64MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ একটি 16MP সেলফি সেন্সর। যা 1080p ভিডিও কোয়ালিটি দেয়। এই ফোন 2টি রং কালো ও নীল শেডে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ফুল-এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 


OnePlus Nord CE 2 Lite 5G : ফোনের ডিসপ্লে ও ব্যাটারি 
ফোনের স্ক্রিনসাইজ 6.59 ইঞ্চি। এই ফোনে 5000mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। 33W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে এই ফোন। যা মাত্র 15 মিনিটের মধ্যে এই ফোনটিকে পুরো দিনের জন্য চার্জ করে দেয়। ফোনে 1TB সম্প্রসারণযোগ্য স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম 5G নেটওয়ার্ক রয়েছে ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটে চলে এই ফোন।


OnePlus Nord CE 2 lite 5G: দাম কত ফোনের ?
আপনি Amazon থেকে এই ফোনটি 18,499 টাকায় কিনতে পারবেন। SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে 1500 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক রয়েছে। এই ফোনটি 30 এপ্রিল থেকে কেবল অ্যামাজন থেকে কেনা যাবে।


OnePlus Phones : আরও কী আনছে ওয়ানপ্লাস ?


শীঘ্রই দেশের বাজারে সস্তার স্মার্টফোন আনার পরিকল্পনা করছে কোম্পানি। শোনা যাচ্ছে, নর্ড সিরিজের ব্র্যান্ডে এই নতুন সস্তার ফোন আনবে ওয়ান প্লাস। যেখানে ১২-২০ হাজারের মধ্যে ভাল ক্যামেরার পাশাপাশি লেটেস্ট প্রসেসর দেওয়ার চেষ্টা করবে কোম্পানি। এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে চিনা কোম্পানি। চলতি বছরেই এই ধরনের বেশ কয়েকটি ফোন লঞ্চ হতে পারে দেশের বাজারে। শোনা যাচ্ছে, ওয়ান প্লাসের প্রিমিয়াম ও আপার মিড রেঞ্জ ক্যাটাগরি থেকে এবার মাস ফোন প্রোডাকশনের দিকে নজর দিয়েছে ওয়ানপ্লাস। 


আরও পড়ুন ; Tecno Phantom X: ডুয়াল ফ্রন্ট ক্যামেরা-কার্ভড ডিসপ্লে, বাজেটের মধ্যে পাবেন এই স্মার্টফোন