OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord CE 3 Lite 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, দ্রুত এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস সংস্থার ভারতীয় ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে, ওয়ানপ্লাসের এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে দুটো বড় সার্কুলার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এলসিডি স্ক্রিন থাকতে পারে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। তবে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের লঞ্চ সম্পর্কেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।
Moto G73 5G: ভারতে মোটোরোলা (Motorola Smartphone) সংস্থার আরও একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G)। আগামী ১০ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান করা হচ্ছে, মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোন নতুন মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের বেশ মিল থাকবে। অর্থাৎ ফিচার এবং ডিজাইনের দিকে দুই ফোনের মধ্যে মিল পাওয়া যাবে।
Xiaomi 13 Pro: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের (Xiaomi 13 Series) প্রো মোডেল। লঞ্চের সময় শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোনের দাম প্রকাশ করেনি সংস্থা। তবে এবার জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো ফোনের দাম। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৮০ হাজার টাকা। তবে এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এই ফোন কেনেন। তাহলে শাওমি ১৩ প্রো ফোনের দাম কমে হবে ৬৯,৯৯৯ টাকা।
আরও পড়ুন- এমাসেই ভারতে আসছে মোটো জি৭৩ ৫জি, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে এই ফোন