Moto G73 5G: ভারতে মোটোরোলা (Motorola Smartphone) সংস্থার আরও একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G)। আগামী ১০ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান করা হচ্ছে, মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোন নতুন মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের বেশ মিল থাকবে। অর্থাৎ ফিচার এবং ডিজাইনের দিকে দুই ফোনের মধ্যে মিল পাওয়া যাবে।
মোটো জি৭৩ ৫জি ফোনের ক্যামেরা ফিচার
ফ্লিপকার্টের হোম পেজে এই ফোনের যে ছবি দেখা গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে, ফোনের রেয়ার প্যানেলে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
মোটোরোলার আসন্ন ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার
মোটো জি৭৩ ৫জি ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৩০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে মোটোরোলার MyUX software skin- এর সাপোর্ট।
Vivo V27 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) দুটো ফোন- ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)। চিনের সংস্থা ভিভো গতবছরই এই ফোন চিনে লঞ্চ করেছিল। পয়লা মার্চ থেকে এই দুই ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। ভিভো ভি২৭ প্রো ফোনের বিক্রি শুরু হবে ৬ মার্চ থেকে। ভিভো ভি২৭ ফোনের বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। Magic Blue এবং Noble Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভোর অনলাইন স্টোর ও অফলাইন রিটেল পার্টনারদের থেকেও।
Xiaomi 13 Pro: শাওমি ১৩ সিরিজের (Xiaomi 13 Series) ফোন শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ভারতে লঞ্চ হয়েছে। চিনে আগেই লঞ্চ হয়েছিল এই ফোন। শাওমি ১৩ প্রো ফোনের দাম ৭৯,৯৯৯ টাকা। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে শাওমি ১৩ প্রো ফোন কেনা যাবে। শাওমি ১৩ সিরিজের ভ্যানিলা বা বেস মডেল কবে ভারতে লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে Ceramic Black এবং Ceramic White দু'টি রঙে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
আরও পড়ুন- নীরব হবে কণ্ঠ ! এই স্টেশনে আর শোনা যাবে না 'যাত্রীগণ কৃপয়া ধ্যান দে'; কীভাবে চলবে কাজ ?