OnePlus Nord CE 3 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট (OnePlus Nord CE 3 Lite) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৪ এপ্রিল এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। লঞ্চের আগে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে। এই ক্যামেরা সেনসরে আবার 3x lossless zoom ফিচারও থাকবে। আগের তুলনায় এই ফোনে অনেক ভাল, পরিষ্কার, রঙিন এবং উজ্জ্বল ছবি উঠবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা। গতবছর লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোন। তারই সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোন।


ব্যাটারি ও চার্জিং ফিচার- শুধু ক্যামেরা ফিচার নয় ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচারের ব্যাপারেও ঘোষণা করেছে ওয়ানপ্লাস সংস্থা। এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউলে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে রঙে লঞ্চ হবে এই ফোন। 


সম্ভাব্য দাম- লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব ট্যুইটারে জানিয়েছেন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ২১,৯৯৯ টাকায়। এটি বেস মডেলের দাম হিসেবে ধার্য হতে পারে। সূত্রের খবর, এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। 


আসুসের গেমিং ফোন- ভারতে আসছে আসুসের নতুন গেমিং স্মার্টফোনের (Gaming Phone) সিরিজ। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ, আগামী ১৩ এপ্রিল দেশে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে, আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে বেস মডেল আসুস ROG ফোন, আসুস ROG ফোন ৭ডি এবং টপ মডেল আসুস ROG ফোন ৭ আল্টিমেট মডেল। গতবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল আসুস ROG ফোন ৬ সিরিজ। এই সিরিজের সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। 


রিয়েলমির নতুন স্মার্টফোন- রিয়েলমি নারজো এন৫৫ ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। এই প্রথম রিয়েলমি নারজো এন সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হবে। যদিও রিয়েলমি সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।


আরও পড়ুন- আসুসের নতুন ROG গেমিং ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে? ফাঁস সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন