OnePlus Nord Smartphone: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের (OnePlus Nord CE 4) সম্ভাব্য দাম (Expected Price Leaked) প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series Smartphone) এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে পয়ল এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিন- ১ তারিখ। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের সম্ভাব্য বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই ফোন (OnePlus Smartphone)। 


এবার দেখে নেওয়া যাক ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য দাম) 



  • শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা।

  • এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। তার দাম ২৬,৯৯৯ টাকা হতে পারে।

  • ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম থাকারও সম্ভাবনা রয়েছে। আর স্টোরেজের পরিমাণ হবে ২৫৬ জিবি। এই মডেলের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। 


উল্লিখিত দামের কোনওটিই ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। ফলে লঞ্চের পর রকমফের দেখা যেতেই পারে। তবে যদি এই ফোনের দাম ৩০ হাজার টাকার মধ্যেই হয় (সমস্ত ভ্যারিয়েন্ট) তাহলে এই রেঞ্জের অন্যান্য সংস্থার ফোনের সঙ্গে বেশ জোরদার প্রতিযোগিতায় নামবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক 



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

  • ওয়ানপ্লাস নর্ড এসই ৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ বেসড Oxygen UI out of the box - এর সাহায্যে পরিচালিত হতে পারে। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।