5G Phones Under Rs 20000: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G)। এটি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের (OnePlus Nord CE 3 Lite 5G) সাকসেসর মডেল। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ৫জি ফোনে (5G Phone) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর পাশাপাশি রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 


ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। মেগা ব্লু, সুপার সিলভার এবং আলট্রা অরেঞ্জ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। মেগা ব্লু এবং সুপার সিলভার- এই দুই রঙে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের বিক্রি শুরু হবে ২৭ জুন থেকে। ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট এবংবিজয় সেলস থেকে। আলট্রা অরেঞ্জ রঙে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন কবে থেকে কেনা যাবে সেই দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় সেকেন্ডারি সেনসর হিসেবে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 

  • ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। 

  • এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না ফোন। 

  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। 

  • ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। 

  • ওয়াই-ফাই ৫, জিপিএস সাপোর্ট রয়েছে এই ফোনে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ওজন প্রায় ১৯১ গ্রাম। 


আরও পড়ুন- নম্বর সেভ না থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে ফোন, আসছে নতুন ইন-অ্যাপ ডায়ালার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।