OnePlus Phones: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G) লঞ্চ হতে চলেছে অর্থাৎ ২৪ জুন, ২০২৪ তারিখে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার (Battery and Charging Features) সম্পর্কে জেনে নিন তথ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এই ফোনের মেন ক্যামেরা ফিচার নিশ্চিত করেছিল ওয়ানপ্লাস সিংস্থা। প্রাথমিক ভাবে বলা হয়েছিল নীল রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। সম্প্রতি আরও একটি রঙে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি ফোনের ডিসপ্লে কেমন হতে চলেছে সেই আভাসও পাওয়া গিয়েছে। 


কেমন হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচারের সাপোর্ট, দেখে নিন 


অফিশিয়াল মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও রিভার্স চার্জিংয়ের সুবিধাও থাকতে চলেছে এই ফোনে। অর্থাৎ ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের মাধ্যমে অন্য ডিভাইসে চার্জ দেওয়া সম্ভব হবে। 


ক্যামেরা ফিচার, এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 


এর আগে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছিল যে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এটি একটি সোনি এলওয়াইটি-৬০০ সেনসর হতে চলেছে যেখানে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। মেগা ব্লু রঙে এই ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই ফোনে ২ মেগাপিক্সলের ডেপথ সেনসর থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সেকেন্ডারি সেনসর হিসেবে। এই ফোনের ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 


কেমন হতে চলেছে এই ফোনের ডিসপ্লে 


ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লইট ৫জি ফোনে। এর উপরে ফ্রন্ট ক্যামের সেনসরের জন্য থাকবে হোল পাঞ্চ কাট আউট। ডিসপ্লের ডানদিকের ফ্রেমে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের অংশে থাকবে স্পিকার গ্রিল ও ইউএসবি টাইপ-সি পোর্ট। ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর কিংবা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। 


আরও পড়ুন- সাবধান! ক্লিক করলেই ফাঁকা হবে পকেট! Spam চিনবেন কীভাবে? এড়ানোর পথ কী? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।