নয়াদিল্লি: ১০ জুন লঞ্চ হওয়ার আগেই একে একে বেরিয়ে পড়ছে স্পেকস। এবার OnePlus Nord CE-র ফোনের ক্যামেরার বিষয়ে নিশ্চিত করল কোম্পানি। নয়া মডেলে থাকছে ৬৪ মেগাপিক্সেলের মেইন সেন্সর।
গতবছর ওয়ানপ্লাস নর্ড বাজারে আসার পর থেকেই মিড সেগমেন্টে সেল বাড়তে থাকে চিনা কোম্পানির। এমনকী অনলাইনে সাড়ে চার রেটিং পায় এই ফোন। সম্প্রতি একই ফোনের নয়া মডেলের ঘোষণা করে কোম্পানি। যা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ে ক্রেতাদের মধ্যে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল ফোনের ক্যামেরা স্পেকস। শনিবার যার টিজার এনেছে ওয়ানপ্লাস। কোম্পানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে সেই টিজার।
যেখানে দেখা যাচ্ছে, এবার ফোনে তিনটে ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার মূল ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে দুটো ক্যামেরা। আগের মডেল চারটে ক্যামেরা দিয়েছিল ওয়ানপ্লাস। সেবার প্রাইমারি সেন্সর ছিল ৪৮ মেগাপিক্সেলের। এবার অবশ্য সেই পথে হাঁটেনি কোম্পানি। ইতিমধ্যেই ফোনের কিছু ক্যামেরা স্যাম্পেল সামনে এনেছে কোম্পানি। ছবি দেখে মনে হয়েছে, কালার রিপ্রোডাকশন খুবই ভাল রয়েছে নয়া ফোনে।
OnePlus Nord CE 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন
টেক সাইটগুলোর মতে, ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে নর্ডের নয়া মডেলে। পাশাপাশি ৯০ হার্টসের রিফ্রেশ রেটের সঙ্গে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মনে করা হচ্ছে, মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হবে না এই ফোনে। পরিবর্তে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৫০জি প্রসেসর পাচ্ছে ফোন। স্টোরেজের ক্ষেত্রে দেওয়া হবে ৬জিবি ৬৪ জিবি ছাড়াও ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট। গিকবেঞ্চ লিস্টিংয়ে ১২ জিবির ভ্যারিয়েন্টেও দেখা গিয়েছে এই ফোনের। সেক্ষেত্রে ১২ জিবির সঙ্গে ২৫৬ জিবি মডেল আনতে পারে ওয়ানপ্লাস। আগের মতো অ্যান্ড্রয়েড ১১ দেওয়া হয়েছে ফোনে।
ক্যামেরার স্পেসিফিকেশন (সম্ভাব্য)
তিনটে ক্যামেরা সেটআপ থাকতে পারে OnePlus Nord CE 5G-তে । প্রাইমারি সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেইন সেন্সর দিচ্ছে কোম্পানি। বাকি সেকেন্ডারি আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে ওয়ানপ্লাসে। সম্ভবত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেখানে। এছাড়াও থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে সেলফির জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) থাকছে কি না তা এখনও জানা যায়নি। তবে ফোনে ৪৫০০এমএইচের ব্যাটারি দেওয়া আছে বলে টিপস্টার সূত্রে খবর।