OnePlus Open: ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open)- ওয়ানপ্লাস সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন (OnePlus First Foldable Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, ১৯ অক্টোবর হয়তো এই ফোন লঞ্চ হতে পারে। তবে ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি এই ফোন লঞ্চের কথা। সূত্রের খবর, ওয়ানপ্লাস সংস্থার প্রথম ফোল্ডেবল ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। ভারতে লঞ্চের আগেই নাকি অভিনেত্রী অনুষ্কা শর্মার হাতে ওয়ানপ্লাস ওপেন ফোন দেখা গিয়েছে। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। এক ইউটিউব ক্রিয়েটর সম্প্রতি এক্স মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে অনুষ্কা শর্মার হাতে রয়েছে ওয়ানপ্লাস ওপেন ফোন। ওই ছবি ফোনের ক্যামেরা ইউনিট এক ঝলক দেখা গিয়েছে। 



ভারতে কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন


প্রথমে শোনা গিয়েছিল, অগস্ট মাসে ওয়ানপ্লাস ওপেন ফোন ভারতে লঞ্চ হবে। তবে ফোনের ডিসপ্লে ম্যানুফ্যাকচারে কিছু পরিবর্তন আসায় তা পিছিয়ে যায়। এরপর শোনা গিয়েছে, ১৯ অক্টোবর এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদি আনুষ্ঠানিক ভাবে ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি। 


কেমন দেখতে হবে ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন


আগে শোনা গিয়েছিল, ওয়ানপ্লাস ওপেন ফোনে অন্যান্য ফোল্ডেবল মডেলের মতোই আউটার ফোল্ডিং ডিজাইন থাকবে। এর আগে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স ফোল্ড ২- এই সমস্ত অ্যান্ড্রয়েড ফোল্ডেবল ফোনেও আউটার ফোল্ডিং ডিজাইন ছিল। ওয়ানপ্লাস সংস্থার প্রথম ফোল্ডেবল ফোনের দাম ১,২০,০০০ টাকার আশপাশে হবে বলে অনুমান। এই ফোনে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে চলেছে। ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি ৭.৮ ইঞ্চির AMOLED ইনার ডিসপ্লে থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে ৬.৩ ইঞ্চির AMOLED কভার স্ক্রিন কভার স্ক্রিন থাকতে পারে। 


ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। একটি সার্কুলার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকতে পারে। এছাড়াও থাকতে পারে দুটো ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির মোটো ই১৩ ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে এই মডেলে