OnePlus Tablet: ওয়ানপ্লাস সংস্থা তাদের প্রথম ট্যাব ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) লঞ্চ করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্টে এই ট্যাবলেট লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে একটি টিজার ভিডিও রিলিজ করেছে ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা। সেখানে আসন্ন ট্যাবের ডিজাইন সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। ওয়ানপ্লাস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আসন্ন ট্যাবে একটি ম্যাগনেটিক কিবোর্ড থাকবে এবং তার সঙ্গে থাকতে চলেছে একটি stylus। ট্যবের ব্যাক প্যানেলে মাঝ বরাবর থাকবে রেয়ার ক্যামেরা মডিউ যা গোলাকার অংশের মধ্যে সেট করা থাকবে। এছাড়াও এই ট্যাবে থাকতে পারে thin bezels। 


ট্যুইটারে সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওয়ানপ্লাস প্যাড, সংস্থার প্রথম ট্যাবলেটের ডিজাইন দেখা গিয়েছে। সবুজ রঙের শেডে এই ট্যাব লঞ্চের সম্ভাবনা রয়েছে। ট্যাবের পিছনে থাকবে ওয়ানপ্লাস ব্র্যান্ডিং। অনুমান করা হচ্ছে, আরও অনেক রঙেই ওয়ানপ্লাসের প্রথম ট্যাব লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাস প্যাডের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে থাকতে পারে LED ফ্ল্যাশ। এর আগে শোনা গিয়েছিল, ওয়ানপ্লাস প্যাডে থাকতে পারে ১১.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ভারতে ওয়ানপ্লাসের এই ট্যাবের দাম ৩৪ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন ছাড়াও লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি, ওয়ানপ্লাস ১১ ৫জি, ওয়ানপ্লাস বাডস প্রো ২, ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো- এই প্রোডাক্টগুলি।


OnePlus 11 5G: আগামী ৭ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11 Event) লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ভারতের বাজারে লঞ্চ হবে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Premium Flagship Smartphone)। সম্প্রতি ওয়ানপ্লাসের আসন্ন ৫জি ফোন সম্পর্কে বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন কী কী র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে তার আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। এর সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। Eternal Green এবং Titan Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাসের আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED ডিসপ্লে যেখানে 2K রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন- ট্যুইটারের মতো ফেসবুক-ইনস্টাগ্রামেও কি চালু হচ্ছে পেইড ব্লু টিক সাবস্ক্রিপশন?