7000 mAh Battery: এবার ৭০০০ এমএএইচ ব্যাটারি (7000 mAh Battery) যুক্ত ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus Phone) ! সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ওয়ানপ্লাস সংস্থার কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের নর্ড সিরিজের ফোন 'ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট'। এবার ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন (OnePlus Nord 4) লঞ্চ হবে বলেও শোনা যাচ্ছে। আর সেই ফোনেই ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। ইতিমধ্যেই ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন ভারতে লঞ্চ করেছে স্যামসাং এবং আইটেল সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ৬২, স্যামসাং গ্যালাক্সি এম৫১ এবং আইটেল পি৪০- এই তিনটি ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। 


এখনও পর্যন্ত ওয়ানপ্লাস সংস্থা যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে ওয়ানপ্লাস Ace ৩ প্রো মডেলে রয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, ৬১০০ এমএএইচ ব্যাটারি। তবে এবার ৬০০০ এমএএইচ- এর গণ্ডি পার করে ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস, তেমনই শোনা যাচ্ছে। তবে ঠিক কোন ফোনে এই ফিচার থাকবে এবং তা কবে প্রকাশ্যে আসবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা। সূত্রের খবর, এই ফোন নিয়ে সবে কাজকর্ম শুরু হয়েছে। অর্থাৎ লঞ্চ হতে এখনও যে বেশ দেরি রয়েছে তা স্পষ্ট। তবে ৭০০০ এমএএইচ ব্যাটারি সমেত যে 'নর্ড' সিরিজেই লঞ্চ করবে ওয়ানপ্লাস তা মোটামুটি ভাবে বোঝা গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে সম্ভবত থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি। 


সম্প্রতি ২০ হাজার টাকার কম দামে একটি ৫জি ফোন লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা 


ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। এটি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের সাকসেসর মডেল। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের নতুন ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর পাশাপাশি রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 


আরও পড়ুন- দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর, রেয়ার ক্যামেরা ইউনিটেও আকর্ষণীয় ফিচার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।