OnePlus Smartphones: নতুন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ ফোন (OnePlus 12)। এবার গ্লেসিয়াল হোয়াইট (Glacial White) অর্থাৎ হিমবাহের মতো ধবধবে সাদা রঙে দেশে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোন। এবছরই ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এর আগে দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাসের (OnePlus Phone) এই ফোন। এবার তৃতীয় রঙে দেশে আসছে ওয়ানপ্লাস ১২ মডেল। আগামী সপ্তাহ থেকে লিমিটেড এডিশনের এই ফোনের বিক্রি শুরু হবে। জানা গিয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট রঙের মডেল আগামী ৬ জুন ভারতে লঞ্চ হবে। এই ফোনে ওয়ানপ্লাস ১২- র অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে। এর আগে জানুয়ারি মাসে Flowy Emerald এবং Silky Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১২ ফোন। এই ফোনে রয়েছে Hasselblad- এর রেয়ার ক্যামেরা সেটআপ এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম।
কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট রঙের ভ্যারিয়েন্টে
- এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন যা খুবই শক্ত।
- অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স বেসড OxygenOS- এর সাহায্যে পরিচালিত হয় ওয়ানপ্লাস ১২ ফোন।
- এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন।
- ওয়ানপ্লাস ১২ ফোনে ৫৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে কাজ করবে। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের SUPERVOOC এবং ৫০ ওয়াটের AIRVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে এই ফোনে।
- ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাস ১২ ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম সমেত)। ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি জিটি ৬ ফোন, ইউজারদের জন্য এবার কী কী চমক থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।