OnePlus Monitor: ভারতে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থার বিভিন্ন ফোন। ফোনের পাশাপাশি ওয়ানপ্লাস কোম্পানির ইয়ারবাডস (OnePlus Earbuds), স্মার্ট ওয়াচ (Smart watch) এবং স্মার্ট টিভিও (Smart TV) লঞ্চ হয়েছে ভারতে। শোনা গিয়েছে, এবার দেশে দুটো নতুন ডেস্কটপ মনিটর লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। ওয়ানপ্লাস মনিটর এক্স২৭ এবং ওয়ানপ্লাস মনিটর ই২৪ লঞ্চ হয়ে চলেছে আগামী ১২ ডিসেম্বর। যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের ওয়ানপ্লাস মনিটর এক্স২৭ একদম আদর্শ হতে চলেছে। এই ডেস্কটপ মনিটরের স্ক্রিন সাইজ ২৭ ইঞ্চি। অন্যদিকে, ওয়ানপ্লাস মনিটর ই২৪ ডেস্কটপ মনিটর মাঝামাঝি রেঞ্জের সাধারণ ফিচার সম্পন্ন একটি ডেস্কটপ মনিটর। সাধারণ কাজকর্মের জন্য এই মনিটর আনায়াসে ব্যবহার করা সম্ভব। এই মনিটর পাওয়া যাবে ২৪ ইঞ্চি স্ক্রিন সাইজে। ভারতে ব্যবসা বাড়াতে উদ্যোগী হয়েছে ওয়ানপ্লাস সংস্থা। আর সেই জন্যই তারা লঞ্চ করতে চলেছে দুটো ডেস্কটপ মনিটর।


OnePlus TV 55 Y1S Pro


ওয়ানপ্লাসের এই নতুন স্মার্ট টিভি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও কনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে এই প্রিমিয়াম স্মার্ট টিভির দাম ৪০ হাজার টাকার আশপাশে হবে বলে শোনা গিয়েছে। এই স্মার্ট টিভিতে রয়েছে ইউজারদের জন্য বিশেষ গেমিং মোড। তার ফলে এই স্মার্ট টিভিতে গেম খেলেও দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ইউজাররা। 


Realme 10 Pro Series 


ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ (Realme 10 Pro Series) লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো (Realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus) - এই দুই ফোন। সম্প্রতি রিয়েলমি সংস্থা ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ট্যুইটারে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। মাধব শেঠের ট্যুইটে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো সিরিজের এই প্রিমিয়াম ফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যেই হবে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে থাকতে চলেছে একটি কার্ভড ডিসপ্লে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোন। এর পাশাপাশি রিয়েলমি ১০ প্রো ফোনও চিনে লঞ্চ হয়েছে। 


iQoo Neo 7 SE 


আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ এসই (iQoo Neo 7 SE) ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। 


আরও পড়ুন- নিমেষে রেকর্ড করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল,মেনে চলুন এই ধাপগুলি