কলকাতা: ওয়ানপ্লাসের (OnePlus) নতুন স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ হল ভারতে। ৫০ ইঞ্চির স্মার্ট টিভির দাম ৩২,৯৯৯ টাকা। সম্প্রতি ওয়ানপ্লাস টিভি ৫০ ওয়াই১এস প্রো (OnePlus TV 50 Y1S Pro) লঞ্চ হয়েছে ভারতে। গত এপ্রিল মাসে দেশে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৪৩ ওয়াই১এস প্রো স্মার্ট টিভি। এরই আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নতুন স্মার্ট টিভির মডেল।


ভারতে ওয়ানপ্লাস ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভির দাম


ভারতে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের স্মার্ট টিভির দাম ৩২,৯৯৯ টাকা। ৭ জুলাই থেকে অ্যামাজন এবং OnePlus.in, OnePlus Experience Stores এবং বিভিন্ন বড় অফলাইন পার্টনার স্টোর থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ৩০০০ টাকা ছাড় রয়েছে। এর পাশাপাশি ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। অ্যামাজন এবং OnePlus.in- এর ক্ষেত্রে বিভিন্ন বড় ব্যাঙ্ক ট্র্যানজাকশনের ক্ষেত্রে এই সুবিধা পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্রি অ্যামাজন প্রাইমের ১২ মাসের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।


ওয়ানপ্লাস ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ওয়ানপ্লাসের ৫০ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্ট টিভিতে রয়েছে অ্যান্ড্রয়েড টিভি ১০.০ সাপোর্ট। এছাড়াও টিভির 4K UHD ডিসপ্লের উপর রয়েছে HDR10+, HDR10, HLG ফরম্যাটের সাপোর্ট। এর সঙ্গে আগে থেকেই এই স্মার্ট টিভিতে লোড করা রয়েছে Gamma Engine।

  • ওয়ানপ্লাসের নতুন টিভিতে Gamma Engine- এর মধ্যে রয়েছে Motion Estimation, Motion Compensation (MEMC) টেকনোলজির সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে MultiCast এবং Google Duo সাপোর্ট।

  • ২৪ ওয়াটের দুটো স্পিকার রয়েছে এই স্মার্ট টিভিতে। এখানে রয়েছে ডলবি অডিও সাপোর্টও।

  • অন্যান্য ওয়ানপ্লাস টিভির মতোই এই স্মার্ট টিভিতেও রয়েছে OxygenPlay 2.0 ফিচার। এর সাহায্যে ইউজাররা ২৩০টিরও বেশি লাইভ চ্যানেল দেখতে পারবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি OnePlus Connect 2.0 ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাসের নতুন ৫০ ইঞ্চির স্মার্ট টিভিতে। এই ফিচারের সাহায্যে উপযুক্ত স্মার্টফোন টিভির সঙ্গে যুক্ত করে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।

  • ভয়েস অ্যাসিসট্যান্ট কমান্ডের জন্য গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভিতে। ইউজাররা ওয়ানপ্লাসের এই স্মার্ট টিভিতে অ্যালেক্সার ব্যবহার করতে পারবেন। ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে ওয়ানপ্লাসের স্মার্ট টিভিতে। এছাড়াও থাকছে স্পেশ্যাল গেম মোড এবং কিডস মোড।


আরও পড়ুন- Apple Airpods-এ প্রথমবার এত বড় ছাড়, জেনে নিন কত দাম গ্যাজেটের