OnePlus Smart Watch:  কথা ছিল ২৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের ওয়াচ ২ স্মার্টওয়াচের মডেল। সেই কথামতই ভারতের বাজারে এসে গেল ওয়ানপ্লাস ওয়াচ ২ (OnePlus Watch 2)। সম্প্রতি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচটির মডেলটি। দুর্দান্ত স্পেসিফিকেশন আর নজরকাড়া দামে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে এই স্মার্টওয়াচ। কত দাম ? কী কী ফিচার্স আছে এই স্মার্টওয়াচে ?


২০২১ সালে প্রথম ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ওয়াচের (OnePlus Watch 2) মডেল। তাঁর তিন বছর পর ২০২৪ সালে এবার এসে গেল ওয়ানপ্লাস ওয়াচ ২। ওয়ানপ্লাসের এই সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচে ব্যাটারি লাইফ বেশ দীর্ঘ, তাছাড়া গুগলের সবথেকে সাম্প্রতিক Wear OS 4 সফটওয়ার রয়েছে এই ঘড়িতে।


ওয়ানপ্লাস ২-এর ডিজাইন


সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ সিরিজের ফোনের মতই ওয়ানপ্লাস ওয়াচ ২-তে থাকছে ২.৫ডি স্যাফায়ার ক্রিস্টাল কভার, এই ঘড়ির যে চেসিস তা তৈরি হয়েছে মার্কিন মিলিটারি স্ট্যান্ডার্ড মেনে MIL-STD-810H স্টেইনলেস স্টিল দিয়ে। এই নতুন স্মার্টওয়াচে (OnePlus Watch 2) থাকছে জল ও ধুলোর নিরাপত্তা বেষ্টনী। স্ট্র্যাপ ছাড়া ঘড়ির ওজন ৪৯ গ্রাম এবং স্ট্র্যাপসহ ওজন ৮০ গ্রাম।


কী স্পেসিফিকেশন আছে


ওয়ানপ্লাস ওয়াচ ২-তে (OnePlus Watch 2) একটা ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, ৪৬৬ ৪৬৬ পিক্সেল রেজোলিউশন, ৬০০ নিটস পিক ব্রাইটনেস, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকছে এই ঘড়িতে। এছাড়াও স্ন্যাপড্রাগন চিপসেট থাকায় এটি গুগলের বেশ কিছু অ্যাপ ধারণ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ও কিছু কিছু সাধারণ টাস্ক করতে পারবে এই ঘড়িতে। একটা সিঙ্গল ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশন থাকছে এই ঘড়িতে।


ব্যাটারি লাইফ কত


এই ঘড়িতে থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যেখানে সম্পূর্ণ চার্জ দিলে একটানা ১০০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে ঘড়ির ব্যাটারি। তবে হেভি ইউজের ক্ষেত্রে এই ব্যাটারি লাইফ ৪৮ ঘণ্টা পর্যন্ত। ওয়ানপ্লাসের দাবি মাত্র ১ ঘণ্টার মধ্যেই চার্জ দেওয়া যাবে।


দাম কত হয়েছে ওয়ানপ্লাস ওয়াচ ২-এর ?


ভারতের বাজারে ওয়ানপ্লাস ওয়াচ ২-এর (OnePlus Watch 2) দাম নির্ধারিত হয়েছে ২৪,৯৯৯ টাকায়। আমাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স, ক্রোমা, ওয়ানপ্লাসের ওয়েবসাইট সহ সমস্ত ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়ানপ্লাস ওয়াচ ২। আগামী ৪ মার্চ পর্যন্ত একটা ছাড় দেওয়া হচ্ছে এই স্মার্টওয়াচে।


আইসিআইসিআই ব্যাঙ্ক ওয়ান কার্ডের মাধ্যমে এই স্মার্টওয়াচের পেমেন্ট করলে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে।  


আরও পড়ুন: Tech Tips: আপনার ফোনের ভাইরাস ঢুকেছে কিনা বুঝবেন কীভাবে? রইল কিছু টিপস