দিল্লি : আয়কর প্রদান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। বড় অঙ্কের লেনদেন থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন। সবক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান কার্ডের প্রয়োজনীয়তা। অনেকসময় নানা কারণে প্যান কার্ড হারিয়ে যাওয়া বা প্য়ান কার্ড না থাকার ফলে ব্য়াহত হয় আর্থিক লেনদেন সংক্রান্ত নানা কাজ। হয়রানি এড়াতে এবার গ্রাহক বানিয়ে নিতে পারেন চটজলদি প্যান কার্ড। আয়কর দফতরের ওয়েবসাইট থেকে সহজেই ই-প্যান ডাউনলোড করে নেওয়া যাবে। দশ মিনিটের মধ্যে। নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে। 


incometax.gov.in - আয়কর দফতরের নতুন পোর্টাল থেকে এই সুবিধা পাওয়া যাবে। আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করিয়েছেন, এমন উপভোক্তারাই পাবেন এই সুবিধা। প্রথমে উপরোক্ত ওয়েবসাইটে লগ ইন করতে হবে। একদম বাঁদিকে নিচে 'Our Services'বলে একটি উইন্ডো আছে। সেখানে গিয়ে 'Instant E PAN'-এ ক্লিক করতে হবে। পরে আরও কয়েকটি স্টেপ মেনে ডাউনলোড করে নিতে হবে ই-প্যান কার্ড। 


কীভাবে ডাউনলোড করবেন ই-প্যান কার্ড



  • incometax.gov.in - এ লগ ইন করতে হবে।

  • একদম নিচে বাঁদিকে রয়েছে 'Our Services' বলে একটি বিকল্প।

  • ইনস্ট্যান্ট ই -প্যান-এ ক্লিক করতে হবে।

  • এরপর ক্লিক করতে হবে নিউ ই প্যান-এ।

  • নিজের আধার নম্বর দিতে হবে এখানে ।

  • নিয়মকানুন পড়ে নিয়ে 'অ্যাকসেপ্ট' বাটনে ক্লিক করতে হবে। 

  • আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। 

  • পাসওয়ার্ডটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। 

  • সবটা ভালো করে দেখে নিয়ে ই মেল আইডি দিন। পরে 'কনফার্ম' করুন। 

  • ই প্য়ান কার্ড চলে যাবে আপনার মেল আইডিতে।


এরপর মেল থেকে ই-প্য়ান ডাউনলোড করে নিতে পারবেন। PDF আকারে।  খুব কম সময়ে। এর জন্য কোনও খরচ লাগবে না। ই প্যান কার্ডের ব্য়বহারও পুরোনো প্যান কার্ডের মতোই হবে। তবে, ই প্যান ডাউনলোডের সময় খেয়াল রাখতে হবে আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক যেন করানো থাকে।