Oppo Smartphone: ওপ্পো ‘এ’ সিরিজের (Oppo A Series) নতুন ফোন ওপ্পো এ১৭কে (Oppo A17k) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- এর সাহায্যে। এছাড়াও ওপ্পো-র এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি সি৩৫, রেডমি এ১ প্লাস, মোটো ই৩২- এইসব ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে ওপ্পো এ১৭কে ফোন।
ভারতে ওপ্পো এ১৭কে ফোনের দাম ও উপলব্ধতা
ওপ্পো-র এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। নেভি ব্লু এবং সোনালি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ওপ্পোর ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে ওপ্পো এ১৭কে মডেল।
ওপ্পো এ১৭কে ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১। এই ফোনে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে রয়েছে HD+ রেজোলিশন। এছাড়াও ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
- ২। অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- র সাহায্যে পরিচালিত হবে ওপ্পো এ১৭কে ফোন। জানা গিয়েছে ওপ্পো এ১৭ ফোনের তুলনায় এই মডেলে কম র্যাম, কম রেজোলিশনের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে কোনও ডেপথ সেনসর নেই।
- ৩। ওপ্পো এ১৭কে ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। এছাড়াও রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম। এই ফোনে রয়েছে ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ যা ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ৪। ফোনের পিছনের অংশে রয়েছে ৮ মেগাপিক্সেলের সিঙ্গল রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ৫। ওপ্পো ‘এ’ সিরিজের নতুন ফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত Splash Resistant ডিভাইস। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
মোটোরোলার নতুন বাজেট ফোন
কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। জানা গিয়েছে, মোটোরোলার এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। মোটো ই২২এস ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। মোটোরোলার এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটো ই২২এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।