Oppo Smartphones: ওপ্পো এ৩৮ (Oppo A38) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পোর এই স্মার্টফোন (Oppo Smartphones)। Glowing Black এবং Glowing Gold- এই দুই রঙে ওপ্পো এ৩৮ ফোন লঞ্চ হয়েছে। ওপ্পোর নতুন ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 


ভারতে ওপ্পো এ৩৮ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯টাকা। ওপ্পোর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। 


ওপ্পো এ৩৮ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। 

  • ওপ্পো এ৩৮ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেসিয়াল রেকগনিশন ফিচারের সাপোর্ট। ওয়াই-ফাই ৪, ব্লুটুথ ৫.৩, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে ওপ্পো এ৩৮ ফোনে। 


ইসরোর চন্দ্রযান ৩- এর সাফল্যে ভারতে নতুন ফোন করেছে টেকনো সংস্থা


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Tecno Spark 10 Pro Moon Explorer Edition ফোন। ৫০০০ এমএএইচ ব্যাটারি (Li-Po) রয়েছে এই ফোনে। ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। স্ট্যান্ডবাই মোডে ২৭ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে এই ফোনে। টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অনলাইন এবং অফলাইনে, দু'ভাবেই কেনা যাবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার। 


গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ইসরো তৃতীয়বারের চন্দ্রাভিযানে পাঠিয়েছিল চন্দ্রযান-৩। তার এই দুই অংশ চন্দ্রপৃষ্ঠে এখন অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত সাফল্যই এসেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের সাফল্যে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর এই সাফল্যেই স্পেশ্যাল এডিশনের ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। 


আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে ভারতে ফিরছে Honor সংস্থার ফোন, আর কী কী ফিচার থাকতে পারে?