Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার নতুন ফোন (Oppo Smartphones)। এটি একটি ৫জি ফোন (5G Phone) হতে চলেছে। ওপ্পো 'এ' সিরিজের ফোন (Oppo A Series Phone) হতে চলেছে এই মডেল। ভারতে আসছে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন (Oppo A5 Pro 5G Phone)। গতবছর অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার আসছে ভারতে। তবে এখনও ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন, এই ফোন ভারতে লঞ্চ হতে পারে এপ্রিল মাসের শেষদিকে। ইতিমধ্যেই ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। চিনের ভ্যারিয়েন্টে ছিল গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তবে ওপ্পো এ৫ প্রও ৫জি ফোনে থাকতে চলেছে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল। 


ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তবে এইসব ফিচার এবং স্পেসিফিকেশন ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে কিনা তা জানা যায়নি এখনও। 


ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে কোন কোন ফিচারের সাপোর্ট রয়েছে একনজরে দেখে নিন 



  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15 - এর সাহায্যে পরিচালিত হয়। 

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে এই ফোনে যার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। 


অনুমান ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে চিনে লঞ্চ হওয়া ফোনের অনেক ফিচারই থাকতে পারে। যদিও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।