Oppo Phones: ওপ্পো এ৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি চিপের সাহায্যে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। কেনা যাবে ওপ্পো সংস্থার ওয়েবসাইট থেকে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। এই ফোন আপাতত চিনে লঞ্চ হয়েছে। আগামী দিনে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের সিস্টেম। ColorOS 15- এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি।
ওপ্পো এ৬ ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৫৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই স্ক্রিনে। এটি একটি AMOLED ডিসপ্লে।
- মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহয্যে বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর যা ১০এক্স ডিজিটাল জুম যুক্ত। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
ভারতে সম্প্রতি ওপ্পো রেনো সিরিজের এমন একটি ফোন লঞ্চ হয়েছে যেখানে রয়েছে দারুণ এক ফিচারের সাপোর্ট
ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১৪ মডেলের মতোই। তবে উৎসব উপলক্ষ্যে যেহেতু এই ফোন লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে স্পেশ্যাল ফিচার রয়েছে। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি বিশেষ ফিচার। GlowShift টেকনোলজির সাপোর্ট পাবেন ইউজাররা। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ইউজারের দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। কালো থেকে সোনালি রং হতে পারে। ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন। এই ফোন কেনার ক্ষেত্রে অনেক ছাড় এবং অফার পেতে চলেছেন ক্রেতারা।