Oppo Smartphone: অগস্ট মাসের প্রথম দিনেই চারটি ফোন লঞ্চ হয়েছে ভারতে। রেডমি ১২ সিরিজের (Redmi 12 Series) দুটো ফোন রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি লঞ্চ হয়েছে দেশে। এছাড়াও লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের বাজেট ফোন মোট জি১৪ (Moto G14) যার দাম ১০ হাজার টাকারও কম। এই তিনটি ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৮ (Oppo A78) ফোন। এটি একটি ৪জি মডেল। ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ওপ্পো এ৭৮ ৪জি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ColorOS 13.1 out-of-the-box - এর সাহায্যে ওপ্পো এ৭৮ ৪জি ফোন পরিচালিত হবে। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। 


ভারতে ওপ্পো এ৭৮ ফোনের দাম


একটি র‍্যাম ও স্টোরেজ নিয়ে ওপ্পো এ৭৮ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৮ ৪জি ফোন। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে ওপ্পো সংস্থার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল চ্যানেল থেকে। 


ওপ্পো এ৭৮ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। ওপ্পো এ৭৮ ফোনে একটি ৬.৪২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • ওপ্পো এ৭৮ ফোনের ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, জিপিএস, এ-জিপিএস কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং টাইপ-সি ইউএসবি পোর্ট। 


ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১২ সিরিজ


রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 


ভারতে লঞ্চ হয়েছে বাজেট ফোন মোটো জি১৪


মোটোরোলা জি১৪ ফোন ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে স্টিল গ্রে এবং স্কাই ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো জি১৪ ফোন। ৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।


আরও পড়ুন- অস্টিওপোরোসিসের সমস্যা কেন দেখা দেয়? কী কী খাবার খেলে দূরে থাকবে এই রোগ?