Oppo A97 5G: ওপ্পো এ সিরিজের (Oppo A Series) নতুন ফোন ওপ্পো এ৯৭ ৫জি (Oppo A97 5G) লঞ্চ হয়েছে চিনে। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর রয়েছে। এই ফোনে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এই র‍্যামের পরিমাণ ফোনের ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে ১৯ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।


ওপ্পো এ৯৭ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


১। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ও ColorOS 12- র সাপোর্ট।


২। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। ইউজারদের চোখের সুরক্ষার জন্য বিশেষ আই প্রোটেকশন মোড রয়েছে ডিসপ্লের উপর।


৩। এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।


৪।  কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, টাইপ- সি ইউএসবি পোর্ট রয়েছে। এর সঙ্গে ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর রয়েছে ফেস আনলক ফিচার।


৫। এই ফোনে একবার পুরো চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যায়। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। ফোনের ওজন ১৯৭ গ্রাম।


ওপ্পো এ৯৭ ৫জি ফোনের দাম


এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1999, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৬০০ টাকা। Deep Sea Blue এবং Quiet Night Black- এই দুই রঙে চিনে লঞ্চ হয়েছে ওপ্পোর নতুন ফোন। বিক্রি শুরু হবে ১৫ জুলাই থেকে।


আরও পড়ুন- ১২ জুলাই, আজই লঞ্চ হবে নাথিং ফোন ১, কোথায়-কীভাবে দেখবেন, জেনে নিন