কলকাতা: চিনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা এবার ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন।  আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে বিক্রি শুরু গবে ওপ্পো এফ ১৯ (Oppo F19) ফোনের। এই ফোনে আছে ৫ হাজার এমএএইচ (5000mAh) ব্যাটারি। সংস্থা জানিয়েছেন ৬ এপ্রিল ভারতের বাজারে আসছে এই ফোন।


বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছিল, বর্তমান সময়ে ব্যস্ত গ্রাহকদের জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত ফোন তৈরি করা হয়েছে। এই ফোনের আছে দ্রুত কাজ করার ক্ষমতা। ৬ এপ্রিল এই ফোনের  ফাস্টেস্ট লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবেন কৌতুক শিল্পী জাকির খান। একইসঙ্গে ওই সংস্থা জানিয়েছে, এই ফোনে আছে ৫ হাজার এমএএইচ (5000mAh) ব্যাটারি। সঙ্গে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাষ চার্জের সুবিধা। এই ফোনে থাকবে অত্যাধুনিক অ্যামোলেড এফএইচডি প্লাস পাঞ্চ ডিসপ্লে। যাতে সারাদিন চোখের আরামও দেবে এই ফোন।


ওপ্পোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ ফ্ল্যাশ চার্জ ১১ভি৩এ সলিউশনে কাজ করবে। মাত্র ৭২ মিনিটেই ফোন চার্জ দেওয়া যাবে। ৫৪ শতাংশ চার্জ দেওয়া সম্ভব ৩০ মিনিটেই। ৫ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত এই ফোন সারাদিন চার্জ থাকবে ফোনে। একইসঙ্গে এই ফোনের মূল্য সম্পর্কেও জানিয়েছে সংস্থা।


এর আগে ওপ্পো এফ ১৯ প্রো সিরিজ বাজারে এনেছিল সংস্থা। ওপ্পো এফ ১৯ প্রো প্লাস ৫জি (Oppo F19 Pro+ 5G) , ওপ্পো এফ ১৯ প্রো প্লাস (Oppo F19 Pro+) সহ ওপ্পো ব্যান্ড বাজারে আনে তারা। ওপ্পো এফ ১৯ প্রো প্লাসের দামি ২৫ হাজার ৯৯০ টাকা। যাতে আছে ৮ র‌্যাম জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যদিকে ওপ্পো এফ ১৯ প্রো (Oppo F19 Pro) এর দাম ২১ হাজার ৪৯০ টাকা। এতে আছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একই মডেলের ফোনের দাম ২৩ হাজার ৪৯০ টাকা। দুই স্মার্ট ফোন দুধরনের রঙে পাওয়া যাবে। যার মধ্যে আছে ফ্লুইড ব্ল্যাক এবং সিলভার রং।