Oppo F21 Pro launch: খবর শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো ইন্ডিয়া (Oppo India)। ১২ এপ্রিল দেশে লঞ্চ হবে Oppo F21 Pro Series। বুধবার একটি টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে চিনা কোম্পানি। 


Oppo F21 Pro Series: কী কী ফোন হবে লঞ্চ ?
একটি প্রেস নোটে বলা হয়েছে, Oppo সিরিজে F21 Pro ও F21 Pro 5G ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। ট্যুইটারে ফোনের একটি অনন্য ফাইবারগ্লাস-লেদার ডিজাইন টিজ করেছে ওপ্পো। অতীতে টেক সাইটগুলিতে F21 Pro+ মডেল সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। Oppo F21 Pro সিরিজের লঞ্চ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। এটি Oppo F19 Pro-এর 
সাফল্য ধরে রাখবে বলে আশা করছে ওপ্পো। গত বছর আত্মপ্রকাশ করেছিল Oppo F19 Pro সিরিজ।



Oppo F21 Pro Series: কবে হবে লঞ্চ ?
ট্যুইটারে অফিশিয়াল Oppo India অ্যাকাউন্ট থেকে Oppo F21 Pro সিরিজের লঞ্চের তারিখ শেয়ার করেছে কোম্পানি। আগামী 12 এপ্রিল ভারতীয় সময় বিকেল 5 টায় অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। Oppo Oppo F21 Pro সিরিজের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি করেছে, যাতে ফোনের ফাইবারগ্লাস-লেদার ব্যাক ডিজাইন দেখা গেছে। এই ট্যুইটে ফোনগুলির মধ্যে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ একটি 64-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেখা গেছে। যদিও এই ক্যামেরা সেটআপ Oppo F21 Pro সিরিজের সব ফোনে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। হতে পারে, একটি নির্দিষ্ট মডেলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এই ক্যামেরা স্পেকস। 


Oppo Phones Update: ফোনে কী রং আনছে ওপ্পো ?
চিনা কোম্পানি জানিয়েছে, Oppo F21 Pro কসমিক ব্ল্যাক ও সানসেট অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অন্যদিকে Oppo F21 Pro 5G কসমিক ব্ল্যাক ও রেইনবো স্পেকট্রামে পাওয়া যাবে বলে টিজ করা হয়েছে। কালো ও রামধনু রঙে দেখা যাবে দুই কালারফুল ফোনে। Oppo-র দাবি করেছে, ফোনের 'থ্রি লেয়ার টেক্সার' ও 'টু-লোয়র কোটিং' তৈরি করতে দু-বছর গবেষণা করতে হয়েছে কোম্পানিকে। 


আরও পড়ুন : WhatsApp Update: নম্বর সেভ না করেই পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ, জেনে নিন উপায়