Oppo Smartphone: ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series) এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


ওপ্পো এফ২৩ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। বোল্ড গোল্ড এবং কুল ব্ল্যাক শেডে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৩ ৫জি ফোন। ওয়ানপ্লাসের ওয়েবসাইট এবং অ্যামাজনে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। ১৮ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 


ওপ্পো এফ২৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1- এর সাপোর্ট রয়েছে।

  • ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অটোফোকাস ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের মোনো সেনসর এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।

  • ওপ্পো সংস্থার দাবি এই ফোনে ১০০ শতাংশ চার্জ হবে ৪৪ মিনিটে। একবার চার্জ দিলে প্রায় ৩৯ ঘণ্টা কলিং টাইম এবং প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। 

  • এই ৫জি ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোন চার্জ করা যাবে। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার। 


OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus NOrd 2 ) ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ২০২১ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চ হয়েছিল। তার দু'বছর পরে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে এখনও ভারতে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি ওয়ানপ্লাস সংস্থার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন যে আর কিছুদিনের মধ্যেই ভারতে আসছে, সেটা মোটামুটি নিশ্চিত। 


আরও পড়ুন- ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার