Oppo Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো সংস্থার নতুন স্মার্টফোন। এবার লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৫ প্রো ৫জি (Oppo F25 Pro 5G) ফোন। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series Phone) এই ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ভারতে দুটো রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোন। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের দাম 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সানের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। লাভা রেড এবং ওশান ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোন। অ্যামাজন এবং ফ্লিপকার্টের পাশাপাশি ওপ্পো ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আগামী ৫ মার্চ থেকে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। 


ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড বেসড ColorOS 14.0- এর সাপোর্ট। এই ফোনের অনবোর্ড র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে। 

  • ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Panda glass protection। 

  • ওপ্পোর এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব।

  • ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে ২৫৬ জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট- এর সাপোর্টে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের পাশাপাশি ফেসিয়াল রেকগনিশন ফিচারের সাপোর্ট রয়েছে ওপ্পোর এই ফোনে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে হাজির টেকনো স্পার্ক ২০সি, কী কী ফিচার রয়েছে এই ফোনে?