কলকাতা: বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্দ্রিয় দুর্বল হতে থাকে। এই ইন্দ্রিয়গুলির তালিকায় রয়েছে কানও। বয়স বাড়লে অনেকের শ্রবণশক্তি কমে যায়। এমনকি এক সময় শ্রবণশক্তি একেবারেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শ্রবণশক্তি কমছে (Hearing Loss) কি না তা আগে থেকে বোঝা সম্ভব। কয়েকটি উপসর্গ দেখে তা বুঝে নেওয়া যায়।


শ্রবণশক্তি কমছে বোঝার উপসর্গ (Hearing Loss Symptoms) 


বিশেষজ্ঞদের একাংশের মতে, সবসময় খুব নির্দিষ্টভাবে বোঝা যায় না শ্রবণশক্তি কমছে কি না। কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষণ বলে দেয় এই সমস্যা হতে চলেছে। হবেই এমন কথা নেই। কিন্তু উপসর্গগুলি সমস্যাটির ঝুঁকি বাড়িয়ে দেয়।



  • অন্যদের থেকে বেশি জোরে টিভি বা মিউজিক বক্স চালান। অন্যরা যে সাউন্ডে শুনতে পাচ্ছেন, তাতে তিনি শুনতে পান না।

  • ফোনে কারও কথা শুনতে অসুবিধা হয়। 

  • দীর্ঘক্ষণ কারও সঙ্গে কথা বলতে অসুবিধা হয়। কথা মাঝে বারবার কেটে যায় ঠিকমতো শুনতে না পারার কারণে।

  • কারও কথা শুনতে অসুবিধা হয়। এমনকি সে কী বলছে, তা বুঝতেও সমস্য়া হয়। আশেপাশে প্রচণ্ড জোরে আওয়াজ হতে থাকলে এই সমস্যা বেড়ে যায়।

  • ভুল বোঝাবুঝি বেড়ে যায়। অর্থাৎ একজন যা বলছেন, আরেকজন সম্পূ্র্ণ অন্য জিনিস শুনছেন। এর থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

  • এই অবস্থায় একজন অন্যদের যে কোনও কথা বারবার বলতে অনুরোধ করেন। একবারে ঠিকমতো শুনতে পান না। পেলেও অস্পষ্ট শোনেন। ফলে আবার শুনতে চান।

  • প্রচন্ড ক্লান্ত লাগে। স্ট্রেস বেড়ে যায়। কোনও কিছু শোনার সময় বেশি স্ট্রেস অনুভূত হয়।


কী কী কারণে শ্রবণশক্তি কমতে পারে (Hearing Loss Reasons) ?



  • বয়সজনিত কারণে কানের শক্তি কমতে থাকে। দীর্ঘদিন ধরে বেশি আওয়াজযুক্ত এলাকায় থাকলে এই সমস্যা হয়।

  • কানে সংক্রমণ থেকেও শ্রবণশক্তি কমে যায়। অনেকের অহেতুক কান খোঁচানোর স্বভাব রয়েছে। যা ভীষণ বিপজ্জনক। কানের পর্দাতে আঘাত লাগলে শ্রবণশক্তির সমস্যা হয়।

  • আবার কানে ময়লা জমলেও সমস্যা বাড়ে। ইয়ারওয়াক্স কানে অনেকদিন ধরে জমতে থাকলে তা পর্দাকে ঢেকে দেয়। এর ফলে শ্রবণশক্তি বেশ কিছুটা কমে যায়।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Rinky Chakma Death: একবার সেরে উঠলেও ফের ক্যানসার হয় রিঙ্কির, কেন ?