Smartphones Under Rs 20000: ওপ্পো কে১৩ ৫জি ফোন (Oppo K13 5G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। ওপ্পো 'কে' সিরিজের (Oppo K Series) এই দুই ফোন দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে (Oppo 5G Phone) রয়েছে কোয়ালকমেরস্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। ওপ্পো কে১৩ ৫জি ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। তার সঙ্গে পাওয়া যাবে ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট। ওপ্পো কে১৩ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
ভারতে ওপ্পো কে১৩ ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে শুরু বিক্রি এবং কোথা থেকে কেনা যাবে
ওপ্পো কে১৩ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা। আইস পার্পল এবং প্রিজম ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১৩ ৫জি ফোন। আগামী ২৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। আর অনলাইনে তা কেনা যাবে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
এবার একঝলকে দেখা যাক ওপ্পো কে১৩ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও এই স্ক্রিনে রয়েছে ওয়েট হ্যান্ড টাচ এবং গ্লাভ মোড। এর ফলে ডিসপ্লে ভেজা থাকলে বা ইউজারের হাতে ভেজা ভাব থাকলে কিংবা তিনি গ্লাভস পরে থাকলেও স্ক্রিনে টাচ ফিচার কাজ করবে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের স্ক্রিনের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক এআই ক্যামেরা ফিচার রয়েছে ওপ্পো কে১৫ ৫জি ফোনে।
- অনেকক্ষণ ব্যবহার করলে ফোন যাতে বেশি গরম না হয়, তার জন্য ভেপার কুলিং চেম্বার রয়েছে এই ফোনে। এর আকার-আয়তন অনেকটাই বড়। এর সাহায্যে ফোন গরম হলে ভিতরের তাপ বেরিয়ে যাবে। ফলে ফোন ঠান্ডা থাকবে। গেম খেলা যাবে নিশ্চিন্তে।
- ওপ্পো সংস্থার দাবি তাদের 'কে' সিরিজের নতুন ৫জি ফোনে শূন্য থেকে ৬২ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে, আর ১০০ শতাংশ চার্জ হবে ৫৬ মিনিটে।