Oppo Foldable Phone Leaks: অন্যদের মতো এবার ভাঁজ-করা ফোনের বাজারে আসতে চলেছে ওপ্পো(Oppo) । শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে ওপ্পোর(Oppo)এই নতুন ফোন। সম্প্রতি নতুন ফোনের বিষয়ে বেশ কয়েকটি গোপন তথ্য ফাঁস করেছে টিপস্টাররা।


Oppo Foldable Phone: অনলাইনে ফোনের বিভিন্ন ছবি সামনে এলেও ফোল্ডেবল ফোনের খবর নিশ্চিত করেনি ওপ্পো(Oppo)। তবে শোনা যাচ্ছে, নতুন বছর শুরু হওয়ার আগেই প্রকাশ্যে আসতে চলেছে এই ফোন। টিপস্টাররা ইতিমধ্যেই ফোনের স্পেসিফিকেশনের বিষয় সামনে এনেছে।  


Oppo Foldable Phone Leaks: সম্প্রতি Myfixguide ওপ্পোর ফোন নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে। যেখানে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হতে পারে। ফোল্ডেবল এই ফোনকে ছাড়পত্র দিয়েছে  MIIT। পরীক্ষামূলকভাবে  PEUM00 নাম দিয়ে ফোনের টেস্টিং হচ্ছে। সব ঠিকঠাক চললে Oppo Find N নামে এই ভাঁজ-করা স্মার্ট ফোন বাজারে আনবে 
কোম্পানি। 


Oppo Foldable Phone Update: শোনা যাচ্ছে, 2K রেজলিউশন থাকবে এই ফোনে। ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। ওপ্পোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হবে। প্রাইমারি ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেলের। সঙ্গে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টিপস্টাররা বলছেন, Samsung Galaxy Z Fold3 ছাড়াও Huawei Mate X2-এর মতোই ভিতরের দিকে খুলবে এই ফোনের ভাঁজ। পাঞ্চ হোল ক্যামেরা থাকবে ফোনে। পাশাপাশি এই ফোনে থাকতে পারে 'এজ ডিসপ্লে'।তবে ফোনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এর দাম। স্যামসাং ফোল্ড আনলেও তা সাধারণের নাগালের বাইরে। তবে শোনা যাচ্ছে,  অন্যদের তুলনায়  অপেক্ষকৃত কম দামে পাওয়া যেতে পারে ওপ্পোর এই ফোল্ডেবল স্মার্টফোন। 


আরও পড়ুন : Kia Carens Update: কেমন হবে কিয়ার নতুন গাড়ি, প্রকাশ্যে এল স্কেচ


আরও পড়ুন : EPFO EDLI Scheme Benefits: প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের সুবিধা, জানেন কী এই স্কিম ?