Oppo Pad 2 and Oppo Watch 3: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো প্যাড ২ (Oppo Pad 2) এবং ওপ্পো ওয়াচ ৩ (Oppo Watch 3)। খুব তাড়াতাড়ি ওপ্পো সংস্থার এই দুই প্রোডাক্ট ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে কবে লঞ্চ হবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। চলতি বছর অগস্ট মাসে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো ওয়াচ ৩ এই স্মার্টওয়াচ। তবে ওপ্পো প্যাড ২- এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আসেনি। অন্যদিকে আবার ওপ্পো ওয়াচ ৩- এর দাম সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু ওপ্পো প্যাড ২- এর সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার অনুমান ২০২৩ সালের মার্চ মাসে বা এপ্রিল মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো প্যাড ২ এবং ওপ্পো ওয়াচ ৩। ভারতে লঞ্চের আগে এই ট্যাব চিনের বাজারে লঞ্চ হবে। ওপ্পো প্যাড ২- এর দাম ভারতে ২০ থেকে ২৫ হাজার তাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। চিনে ওপ্পো ওয়াচ ৩ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই ডিভাইসের দাম CNY 1,599- ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার টাকা। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৪০০ এমএএইচ ব্যাটারি। ওপ্পো সংস্থার দাবি, এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। ভারতে ওপ্পো ওয়াচ ৩- এর দাম কত হতে পারে সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
Realme 10: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি ১০ (Realme 10)। ট্যুইটারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে চিনের সংস্থা। রিয়েলমি (Realme India) সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রিয়েলমি ১০ ফোন লঞ্চ হয়েছে। সেখানে ছিল মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। একই প্রসেসর ভারতীয় মডেলেও থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি। তবে রিয়েলমি ১০ ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। মাঝামাঝি রেঞ্জে এই ফোন লঞ্চ হবে ভারতে, এমনটাও শোনা গিয়েছে। রিয়েলমি ১০ ৪জি ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে।
আরও পড়ুন- ৩১ ডিসেম্বর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, তালিকায় রয়েছে আইফোনও