Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১১ সিরিজ (Oppo Reno 11 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজের মধ্যে দেশে লঞ্চ হবে ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro) - এই দুই ফোন। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর ওপ্পো রেনো ১১ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে। এই ই-কমার্স সাইটে একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের জন্য। সেখানে এই সিরিজের দুই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোনের ডিজাইনের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে ওই মাইক্রোসাইট থেকে।


ক্যামেরা স্পেসিফিকেশন এবং চার্জিং ফিচার 


ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এই ফোন দুটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের পেজ অনুসারে উল্লিখিত দুটি ক্যামেরা সেনসরে ১১২ ডিগ্রির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এই ফোনে ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়াবসাইটে দেখা গিয়েছে, সবুজ এবং সাদা রঙের শেডে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১১ সিরিজে ফোনে। 


অন্যদিকে ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে বলা হয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাপোর্ট রয়েছে। চিনে লঞ্চ হওয়া ফোনেও তাই ছিল। ভ্যানিলা ওপ্পো রেনো ১১ ফোনে থাকতে চলেছে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো মডেলে থাকতে চলেছে ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। 


ভারতে আসছে পোকো সংস্থার নতুন ফোন


পোকো এক্স৬ সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী ১১ জানুয়ারি। বিশ্বের আরও অনেক দেশে ওই দিনই লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। ভারতে পোকো এক্স৬ সিরিজের মধ্যে লঞ্চ হবে পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোন। অন্যদিকে ১১ জানুয়ারি গ্লোবাল মার্কেটে পোকো এম৬ প্রো ফোনও লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে এই ফোন ভারতের বাজারে আসছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে পোকো এক্স৬ সিরিজ ভারতে আনুষ্ঠানিক লঞ্চের এই স্মার্টফোন সিরিজের দুই ফোনে কী প্রসেসর থাকবে তা এক্স মাধ্যমে জানিয়েছে পোকো সংস্থা। পোকো এক৬ ভ্যানিলা মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। আর পোকো এক্স৬ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। এর পাশাপাশি জানা গিয়েছে, পোকো এম৬ প্রো ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৯ আলট্রা চিপসেট।  


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট ফোন আইটেল এ৭০, দাম কত? কী কী ফিচার রয়েছে?