Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ (Oppo Reno 12 5G Series)। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো রেনো ১২ ৫জি (Oppo Reno 12 5G) এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি (Oppo Reno 12 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে, আগামী ১২ জুলাই ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের এই দুই ফোন। যদিও ওপ্পো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। সূত্রের খবর, ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে এই প্রসেসর নিয়েই লঞ্চ হয়েছিল ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোনে। এছাড়াও ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। এর পাশাপাশি এই দুই ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 


ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোন কোন কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হতে পারে (সম্ভাব্য) 


ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। অন্যদিকে ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ফোন ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে দেশে। যদিও এই প্রসঙ্গে ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তাই অফিশিয়াল লঞ্চের ক্ষেত্রে হেরফের দেখা যেতে পারে, আবার নাও পারে। তবে লঞ্চের পর ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের বেস এবং প্রো মডেল অনলাইনে কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (ওপ্পো ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট) এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে একগুচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি যুক্ত ফিচার সমেত। 


ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজে কী কী ক্যামেরা এবং চার্জিং ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন তালিকা 


ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই দুই ফোনে ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- একটিই ফোনে তিন তিনটে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর ! ভিভো-ওপ্পো-ওয়ানপ্লাসকে পাল্লা দিতে আসছে Honor স্মার্টফোন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।