Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজ (Oppo Reno 13 5G Series)। ভারতের পাশাপাশি ওপ্পো সংস্থার এই স্মার্টফোন সিরিজ বিশ্বের আরও কয়েকটি দেশেও লঞ্চ হবে। ভারতে ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের মধ্যে লঞ্চ হবে ওপ্পো রেনো ১৩ (Oppo Reno 13 5G) এবং ওপ্পো রেনো ১৩ প্রো (Oppo Reno 13 Pro 5G) - এই দুই ফোন। ইতিমধ্যেই এই দুই ফোনের ডিজাইন এবং রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কিছু ফিচার, কোন র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনগুলি লঞ্চ হবে তার সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে।
ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজ ভারতে কবে লঞ্চ হবে এবং কোথা থেকে কেনা যাবে
আগামী ৯ জানুয়ারি ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হবে বিকেল ৫টায়। এক্স মাধ্যমে তেমনই জানানো হয়েছে ওপ্পো সংস্থার তরফে। অনলাইনে ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো- এই দুই ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে।
ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। আইভরি হোয়াইড় এবং লুমিনাস ব্লু- এই দুই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ফোনের।
অন্যদিকে ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোন।
ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন
- ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ওপ্পো সংস্থার নিজস্ব SignalBoost X1 চিপসেট থাকতে পারে।
- এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ইমেজ ফিচার থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনে।
- ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি- এই দুই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল এবং ধুলোয় এই দুই ফোন সহজে নষ্ট হবে না।
- ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার থাকতে পারে। এর সঙ্গে ৩.৫এক্স অপটিকাল জুম এবং ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট থাকতে পারে।
- ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং একই চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।