SBI RD Scheme: নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারগুলির ভবিষ্যতের আর্থিক চাহিদা মেটাতে স্টেট ব্যাঙ্ক একটি বিশেষ রেকারিং ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। এই আমানত প্রকল্পের (SBI RD Scheme) নাম দেওয়া হয়েছে হর ঘর লাখপতি স্কিম (Har Ghar Lakhpati Yojana)। এছাড়াও ৮০ বছরের বেশি বয়সীদের জন্য SBI Patron নামে একটি নতুন স্কিমও চালু করা হয়েছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই প্রকল্পের কথা জানানো হয় স্টেট ব্যাঙ্কের তরফে।


হর ঘর লাখপতি স্কিম আসলে কী ?


হর ঘর লাখপতি যোজনার অধীনে একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে ১ লক্ষ বা তার গুণিতকে টাকা জমা করার জন্য বিশেষ আমানত প্রকল্প চালু করা হয়েছে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে। এই প্রকল্প শিশুদের মধ্যে প্রথম থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবে এবং আর্থিক পরিকল্পনার প্রশিক্ষণ দেবে।


আরও পড়ুন; Service Charge: রেস্তোরাঁয় সার্ভিস চার্জ দিতে বাধ্য করছে ? এখানে অভিযোগ জানালেই মিলবে রেহাই


৮০ বছরের বেশি বয়সীরা পাবেন বেশি সুদ


বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসবিআই প্যাট্রন স্কিম। এই ফিক্সড ডিপোজিট স্কিম এসবিআইয়ের নতুন ও পুরনো উভয় গ্রাহকদের জন্যই প্রযোজ্য। স্টেট ব্যাঙ্কের মতে, এই স্কিমগুলি চালু করার উদ্দেশ্য হল আমানতের ক্ষেত্রে বাজারে নেতৃত্ব বজায় রাখা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সিএস শেঠি বলেছেন সংস্থার উদ্দেশ্য হল লক্ষ্যভিত্তিক আর্থিক পণ্য তৈরি করা যা শুধু সংস্থার আর্থিক আয় বাড়াবে না, বরং গ্রাহকদের স্বপ্নকেও পূরণ করবে। প্রথাগত ব্যাঙ্কিংয়ের আওতার মধ্যে আরও বেশি সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করতে চাইছে সংস্থা। এর মাধ্যমেই ২০৪৭ সালের মধ্যে ভারতকে সর্বক্ষেত্রে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।


স্টেট ব্যাঙ্কের উই কেয়ার ডিপোজিট স্কিম


প্রবীণদের জন্য ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক চালু করেছে উই কেয়ার ডিপোজিট স্কিম। এই স্কিমে আমানতের উপর ৫ থেকে ১০ বছরের জন্য মেয়াদে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। একইভাবে এসবিআই ৪৪৪ দিনের জন্য প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দেবে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কেবল এই স্কিমে আবেদন করা যাবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)