Oppo Phones: ভারতে আসছে ওপ্পো রেনো ১৫ সিরিজ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৮ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ প্রো মিনি- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে নতুন বছরের শুরুতেই। পোর্ট্রেট ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিং করার আধুনিক ও উন্নত ফিচার থাকতে চলেছে ওপ্পো সংস্থার আসন্ন তিনটি স্মার্টফোনে। এছাড়াও থাকতে চলেছে নতুন ক্যামেরা হার্ডওয়্যার এবং AI যুক্ত imaging tools, তাও আবার তিনটি ফোনেই। এই ফোনগুলি সবকটিই ৫জি মডেল হতে চলেছে।
ক্যামেরা ফিচার, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং সাপোর্ট, প্রসেসর
ওপ্পো রেনো ১৫ প্রো ৫জি এবং ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ৫জি - এই দুই ফোনে ২০০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর থাকতে চলেছে রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (৩.৫এক্স অপটিকাল জুম যুক্ত) থাকার কথা রয়েছে। এটি একটি পোর্ট্রেট ক্যামেরা। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেখানে ১০০ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে।
ওপ্পো রেনো ১৫ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩.৫এক্স জুম যুক্ত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে এই ফোনে।
ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলি অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে। এগুলি সবকটিই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্স ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে এবং ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না।
ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। ওপ্পো রেনো ১৫ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর ওপ্পো রেনো ১৫ ফোনে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। সব ফোনেই ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকবে।
ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪৫০ চিপসেট থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে ৬২০০ এমএএইচের শক্তিশালী ইয়াটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ওজন হতে পারে ১৯৭ গ্রাম।