Oppo Phones: চিনের পর ভারতেও লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজ, একথা আগেই জানা গিয়েছিল। চিনে ১৭ নভেম্বর ওপ্পো রেনো ১৫ সিরিজ লঞ্চ হতে চলেছে। স্বভাবতই এরপর গ্লোবাল মার্কেট এবং ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলি। ওপ্পো রেনো ১৫ এবং ওপ্পো রেনো ১৫ প্রো- এই দুই ফোন ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চিনে যে মডেল লঞ্চ হতে চলেছে, তার থেকে কিছুটা আলাদা হবে ভারতীয় ভ্যারিয়েন্ট। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে এবং দাম কত হওয়ার সম্ভাবনা রয়েছে 

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন ভারতে ওপ্পো রেনো ১৫ সিরিজ সম্ভবত লঞ্চ হতে পারে আগামী বছর, ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে আসতে পারে। অন্যান্য গ্লোবাল মার্কেটেও ওই একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে ওপ্পো রেনো ১৫ সিরিজের। বেস মডেলের দাম ৪৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১৫ ফোনে কী কী ফিচার থাকতে পারে 

  • চিনে লঞ্চ হওয়া মডেলে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪৫০ প্রসেসর। তবে গ্লোবাল ও ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৬ বেসড ColorOS 16 - এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • ওপ্পো রেনো ১৫ ফোনে ৬.৫৯ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • ওপ্পো রেনো ১৫ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শুটার এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যা 3.5x অপটিকাল জুম যুক্ত, এই তিন সেনসর থাকতে চলেছে। 
  • ওপ্পো রেনো ১৫- র ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে পাওয়া যেতে পারে ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। 

চিনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১৫ এবং ওপ্পো রেনো ১৫ প্রো - এই দুই ফোনের থেকে কিছুটা আলাদা ফিচার, স্পেসিফিকেশন নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১৫ সিরিজের এই দুই ফোন। ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও।