Oppo Reno 8 Series: ওপ্পো রেনো ৮ সিরিজ (Oppo Reno 8 Series) অবশেষে লঞ্চ হল ভারতে। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো রেনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)- এই দুই ফোন লঞ্চ হয়েছে। এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার (Oppo Pad Air) এবং ওপ্পো এনকো এক্স২ (Oppo Enco X2) ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এবার দেখে নেওয়া যাক ওপ্পো রেনো ৮ সিরিজের দু’টি ফোনের দাম কত।


ভারতে ওপ্পো রেনো ৮ এবং রেনো ৮ প্রো ফোনের দাম


ওপ্পো রেনো ৮ প্রো মডেল লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা। Glazed Black এবং Glazed Green- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৮ প্রো ফোন। ২৫ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।


ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। কালো এবং সোনালি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ১৯ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।


ওপ্পো রেনো ৮ প্রো ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স (১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেনসর।

  • ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে।


ওপ্পো রেনো ৮ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে।

  • এখানেও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে ৮ ও ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর রয়েছে। এছাড়াও ৩২ মেগাপিক্সেলের সেলফি সেনসর রয়েছে।

  • প্রো মডেলের মতো বেস ভ্যারিয়েন্টেও ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।


আরও পড়ুন- কমলা রঙের নতুন আইকিওও নিও ৬ ৫জি ফোন হাজির ভারতে, দাম কত?