Oppo Reno 8T: ওপ্পো সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Reno 8T 5G) ফোন। ওপ্পোর এই নতুন স্মার্টফোনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং কার্ভড ডিসপ্লে। সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন লঞ্চ হয়ছে ভারতে। 


ভারতে ওপ্পো রেনো ৮টি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং ওপ্পোর অফিশিয়াল চ্যানেলগুলি থেকে এই ফোনের জন্য প্রি-বুকিং করা যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 


ওপ্পো রেনো ৮টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে মাইক্রো কার্ভড ডিসপ্লে। এই ফোনের ওজন মাত্র ১৭১ গ্রাম। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। ওপ্পো সংস্থার নতুন ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। 

  • ওপ্পো রেনো ৮টি ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ওপ্পো সংস্থার র‍্যাম এক্সপ্যানশন প্রযুক্তির সাহায্যে এই র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ওপ্পোর এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। সর্বোচ্চ ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। 


Oppo Foldable Phone: ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। একই সঙ্গে লঞ্চ হয়েছিল ওপো ফাইন্ড এন২। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন্ড২ ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। ওপ্পোর এই ফোল্ডেবল (Oppo Foldable Phone) ফোন বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


Vivo Y100: ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষভাগে বা আগামী মাসে। ভিভো ওয়াই১০০ ফোনে থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। ভিভো ওয়াই১০০ ফোনে দুটো কালার চেঞ্জিং অপশনে রেয়ার প্যানেল থাকতে পারে- কালো এবং সোনালি। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে রেয়ার প্যানেলে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের চ্যাট বা গ্রুপেও 'পিন' করা যাবে মেসেজ, ইউজারদের সুবিধায় আসছে নতুন ফিচার