Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার নতুন ফোন (Oppo Smartphones)। এবার ওপ্পো এফ২৭ সিরিজ (Oppo F27 Series) লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৭ (Oppo F27) , ওপ্পো এফ২৭ প্রো (Oppo F27 Pro) এবং ওপ্পো এফ২৭ প্রো প্লাস (Oppo F27 Pro Plus) - এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, ওপ্পো এফ২৭ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলা প্রথম মডেল হতে চলেছে যেখানে IP69 রেটিং থাকবে। অর্থাৎ এটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ওপ্পো এফ২৭ সিরিজের কোনও একটি প্রো মডেল লঞ্চ হতে চলেছে অন্য একটি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। 


ভারতে ওপ্পো এফ২৭ সিরিজের ফোন কবে লঞ্চ হতে পারে 


জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে আভাস দিয়েছেন যে ভারতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোন লঞ্চ হতে পারে আগামী ১৩ জুন। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৭ এবং ওপ্পো এফ২৭ প্রো- এই দুই ফোনও লঞ্চ হতে পারে একই দিনে। ওপ্পো এফ২৭ সিরিজের তিনটি ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। 


ওপ্পো এফ২৭ প্রো এবং ওপ্পো এফ২৭ প্রো প্লাস- এই দুই ফোনের কোনও একটি মডেল লঞ্চ হতে পারে ওপ্পো এ৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে 


ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোনের ডিজাইন যা টিজার পোস্টারে ফাঁস হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে গত মাসে অর্থাৎ মে মাসে চিনে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো মডেলের। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকের মাঝখানের অংশে। দুটো রঙে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোন। তবে ওপ্পো এফ২৭ প্রো নাকি ওপ্পো এফ২৭ প্রো প্লাস- কোন ফোনটি ওপ্পো এ৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হবে তা এখনও স্পষ্ট নয়। 


যদি ওপ্পো এফ২৭ প্রো অথবা ওপ্পো এফ২৭ প্রো প্লাস- এই দুই ফোনের মধ্যে কোনও একটি ফোন ওপ্পো এ৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে এই দুই ফোনের কোনও একটিতে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি র‍্যাম। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে ৭০০০ টাকার কম দামে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন? দেখে নিন তালিকা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।