কলকাতা : রাজ্যে এবার উচ্চমাধ্যমিক ( Madhyamik , HS ) পরীক্ষা হবে জোড়া সিমেস্টারে। প্রথম সিমেস্টার হবে নভেম্বরে, দ্বিতীয়টি হবে মার্চে। প্রথম সিমেস্টার দিতে হবে OMR শিটে, । ক্লাস ইলেভেনের পরীক্ষা নেবে স্কুল।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার। রাজ্যে এবার থেকে বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এ রাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সিমেস্টার। ২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে।  


এই পরিবর্তনের জেরে স্বাভাবিকভাবেই বদলে যাবে সিলেবাস। কাউন্সিলের তরফে একটি নোটিশে একটি উল্লেখযোগ্য উদ্যোগের কথা জানানো হয়েছে।   কাউন্সিল জানিয়েছে, ১১ বছর পরে সমস্ত বিষয়, এবং বিশেষ করে ল্যাঙ্গোয়েজের সিলেভাস পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হবে। 
সবকটি বিষয়ের পাঠ্যক্রম চারটি সেমিস্টারে বিভক্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার নতুন সিলেবাসের ভিত্তিতে ল্যাঙ্গোয়েজের ( textbooks of language )  পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব নিয়েছে। এই কাজটির দায়িত্বে যৌথভাবে থাকছে WBTBC এবং সরস্বতী প্রেস।


এই সব বই সব পড়ুয়াদেরর মধ্যে বিতরণ করা হবে। পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে সব শিক্ষার্থীরা বিনামূল্যে এই বি পাবেন। তবে  সেই সংখ্যাটা যেহেতু বিরাট, তাই এর জন্য একটু সময় চেয়ে নিয়েছে কাউন্সিল।  কাউন্সিলের পাশাপাশি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট (SED)র তরফ থেকে দ্রুত কাজটি করার চেষ্টা চলছে। কিন্তু যতদিন না সবাই বই পাচ্ছেন, ততদিন পড়াশোনার সুবিধের জন্য কাউন্সিলের ওয়েবসাইটে টেক্সট-কন্টেন্ট আপলোড করা হবে। 


৩ জুন  গ্রীষ্মকালীন ছুটি শেষ হচ্ছে। ১০ জুন থেকে ক্লাস শুরু হবে। অনেক স্কুল ইতিমধ্যে একাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাস শুরু করেছে। যেহেতু ভাষার পাঠ্য বই এখনও পাওয়া যায়নি এবং পাঠ্যক্রমের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, তাই কাউন্সিলের ওয়েবসাইটে সমস্ত ভাষার পেপারের পাঠ্য আপলোড করা হয়েছে ওয়েবসাইটে।  শিক্ষার্থীরা আপাতত আমাদের ওয়েবসাইটে আপলোড করা নথির ভিত্তিতে তাদের ক্লাস শুরু করতে পারে। 


আরও পড়ুন :     


দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন? 


Education Loan Information:

Calculate Education Loan EMI